ওয়াসিম © টিডিসি স্পোর্টস
বিপিএলের দিনের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে দারুণ জয় পায় রাজশাহী ওয়ারিয়র্স। জয়ের নায়ক ওপেনার মোহাম্মদ ওয়াসিম, বিপিএলে নিজের অভিষেকে ঝকঝকে ফিফটিতে হয়েছেন ম্যাচসেরাও।
আগে ব্যাট করে সৌম্য সরকারের ফিফটি ও মোহাম্মদ নবীর শেষদিকের ঝড়ে ১৫১ রান তোলে নোয়াখালী। জবাবে ওয়াসিমের ৩৫ বলে ৬০ রানের দায়িত্বশীল ইনিংসে জয় নিশ্চিত হয় রাজশাহীর। ম্যাচ শেষে ওয়াসিম জানান, বিপিএলের আগে সাকিব আল হাসানের কাছ থেকে পাওয়া পরামর্শ কাজে লেগেছে তার।
সংবাদ সম্মেলনে ওয়াসিম বলেন, ‘সাকিব (ভাই) আমাদের বড় ভাই। অনেক ক্রিকেট খেলেছি উনার সাথে। বাংলাদেশের হয়ে অনেক খেলেছেন তিনি। একজন লিজেন্ড। ট্রু লিজেন্ড। উনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। বাংলাদেশে কী করতে পারি তা জিজ্ঞেস করেছি, তিনি কিছু পরামর্শ দিয়েছেন, আমি এখানে সেগুলো কাজে লাগিয়েছি।’
ফিফটি হাঁকানোর ব্যাপারে ওয়াসিম জানান, ‘প্রথমত আমি আমার প্রিয় আল্লাহকে ধন্যবাদ দিতে চাই। দলে অবদান রেখে আমি বেশ খুশি। প্রথমবার বিপিএলে ম্যাচসেরা হলাম। চেষ্টা করব মোমেন্টাম ধরে রেখে সামনে এগিয়ে যেতে।’
আইএলে খেলার কারণে বিপিএলে খেলায় সাহায্য হয়েছে কিনা প্রশ্নে ওয়াসিম জানান, ‘হ্যাঁ আইএলটি-টোয়েন্টি আমাদের অনেক সাহায্য করে। সব বড় বড় প্লেয়াররা সেখানে খেলে। তাদের সাথে ড্রেসিংরুম শেয়ার করছি। অনেক কিছু শেখার সুযোগ পাচ্ছি আমরা। সেসব আজকে কাজে লাগিয়েছি। আমাকে অনেক সাহায্য করেছে।’
ওয়াসিম যোগ করেন, ‘উইকেট কঠিন ছিল শুরুতে। সকালে বল একটু এদিকসেদিক করছিল। ১০ ওভার পরে উইকেট বেটার ছিল। পরে আমরা ভালোভাবে শুরু করেছি, পরে মোমেন্টাম ক্যারি করেছি।’