হারের ‘হেক্সা’ পূরণে বিদায়ের দ্বারপ্রান্তে নোয়াখালী এক্সপ্রেস

০৮ জানুয়ারি ২০২৬, ০৫:১৩ PM , আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬, ০৫:৫০ PM
নোয়াখালী এক্সপ্রেসের লোগো

নোয়াখালী এক্সপ্রেসের লোগো © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো অংশ নিয়ে হেরেই চলেছে নোয়াখালী এক্সপ্রেস। দিনের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ৪ উইকেটে পরাজয়ে হারের ‘হেক্সা’ সম্পন্ন হলো নবাগত দলটির। এতে আসর থেকে বিদায়ও নিশ্চিত তাদের।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫১ রান করে নোয়াখালী। জবাবে ৬ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে রাজশাহী।

লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহীর স্কোর বোর্ডে ৫ ওভারে ৪৭ রান জমা করেন দুই ওপেনার তানজিদ হাসান ও মুহাম্মদ ওয়াসিম। ৩ চার ও ১ ছক্কায় ২১ রান করা তানজিদকে থামিয়ে রাজশাহীর উদ্বোধনী জুটি ভাঙেন নোয়াখালীর বাঁ-হাতি পেসার মেহেদি হাসান রানা।

তানজিদের আউটে ক্রিজে এসে সুবিধা করতে পারেননি রাজশাহীর অধিনায়ক শান্ত। রানার দ্বিতীয় শিকার হয়ে ১ রানে ফিরেন তিনি। ৬১ রানে দ্বিতীয় উইকেট পতনের পর ৩৭ বলে ৪৪ রানের জুটিতে রাজশাহীর রান ১'শ পার করেন ওয়াসিম ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। এই জুটিতে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩০তম অর্ধশতক পূর্ণ করে রান আউটের ফাঁদে পড়েন ওয়াসিম। ৪টি করে চার-ছক্কায় ৩৫ বলে ৬০ রান করেন তিনি।

দলীয় ১০৫ রানে ওয়াসিম ফেরার পর মুশফিক ১৯ ও ইয়াসির আলি ৯ রানে আউট হলে, ষষ্ঠ উইকেটে রায়ান বার্ল ও এসএম মেহরবের ১৮ বলে ২৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় রাজশাহী। জয় থেকে ১ রান দূরে থাকতে আউট হন মেহেরব। ৬ বল বাকি থাকতে দলের জয় নিশ্চিত করে তানজিম হাসান সাকিব। ১৯ রানে অপরাজিত থাকেন বার্ল।

এ নিয়ে টানা ষষ্ঠ ম্যাচ হারল নোয়াখালী। ৬ ম্যাচ খেলে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি তারা। ৫ ম্যাচ শেষে ৪ জয় ও ১ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠল রাজশাহী।

এর আগে, ব্যাট করতে নেমে নোয়াখালীকে ৪৮ বলে ৫৭ রানের সূচনা এনে দেন দুই ওপেনার শাহাদাত হোসেন ও সৌম্য। ৪টি চারে ২৮ বলে ৩০ রান করা শাহাদাতকে শিকার করে রাজশাহীকে প্রথম উইকেট উপহার দেন পেসার রিপন মন্ডল।

তিন নম্বরে নামা মাজ সাদাকাত ৭ রানে আউট হলে মোহাম্মদ নবিকে নিয়ে ২৭ বলে ৪০ রানের জুটিতে দলের রান ১শ পার করেন সৌম্য। এই জুটিতে টি-টোয়েন্টিতে ২৩তম হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে সাজঘরে ফেরেন সৌম্য। স্পিনার হাসান মুরাদের শিকার হবার আগে ৬টি চার ও ৩টি ছক্কায় ৪৩ বলে ৫৯ রান করেন তিনি।

১৭তম ওভারে দলীয় ১২৩ রানে সৌম্য ফেরার পর নবি ও উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কনের কল্যাণে ২০ ওভারে ৫ উইকেটে ১৫১ রানের সংগ্রহ পায় নোয়াখালী। নবি ২৬ বলে ১টি চার ও ৩টি ছক্কায় ৩৫ এবং অঙ্কন ৫ বলে ১টি ছক্কায় ১০ রান করেন। মন্ডল ২৭ রানে ২ উইকেট নেন।

স্কলারশিপে পড়ুন নেদারল্যান্ডসে, আইইএলটিএসে ৬.৫ বা টোফেলে ৯…
  • ১২ জানুয়ারি ২০২৬
শূন্যপদের তিনগুণ প্রার্থীকে ভাইভায় ডাকবে এনটিআরসিএ, ১:১.১০ …
  • ১২ জানুয়ারি ২০২৬
হঠাৎ নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় ব্যাংকে মির্জা আব্বাস
  • ১২ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় ৬ পিকআপ ও ৩২ ভারতীয় গরুসহ আটক ১
  • ১২ জানুয়ারি ২০২৬
এক আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত
  • ১২ জানুয়ারি ২০২৬
টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9