সৌম্য সরকার © সংগৃহীত
নিজেদের সবশেষ ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৪ উইকেটে হেরেছে নোয়াখালী এক্সপ্রেস। টানা ৬ ম্যাচ হেরে সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় দলটি। পরের পর্বের আশা বাঁচিয়ে রাখতে বাকি ৪ ম্যাচে জিততেই হবে তাদের। সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর দিকেও।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে সৌম্যর ফিফটিতে ১৫১ রান তোলে নোয়াখালী। ৪৩ বলে ৫৯ রানের ইনিংস খেলেন সৌম্য। জবাবে ৬ বল হাতে রেখে জয় তুলে নেয় রাজশাহী। ম্যাচ শেষে নোয়াখালীর প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে হাজির হন সৌম্য। এখনো জয়ের দেখা না পাওয়ায় বেশ হতাশ তিনিও।
এ নিয়ে সৌম্য বলেন, ‘তাদের (ভক্ত) জন্য খারাপ লাগে। কিন্তু তারা আমাদের খারাপ লাগাটা দেখছে কিনা এটা জানি না। আমরাও চেষ্টা করছি তাদেরকে খুশি করার জন্য। এটা ঠিক যে আমরা ব্যর্থ হচ্ছি। এজন্য ভক্তদের কাছে দুঃখ প্রকাশই করব। সবাই এত কষ্ট করে মাঠে খেলা দেখতে আসে। কিন্তু আমরা… (জিততে পারছি না)। আমরা চেষ্টা করছি। দর্শকেরা তো আসলে রানের জন্যই খেলা দেখতে আসে। তারা আসলে অনেক উপভোগ করতে আসে; মাঠে রান হবে, উইকেট পড়বে। কিন্তু আমরা সেটা দিতে পারছি না। এটা আমাদের দলের একটা ব্যর্থতা। এটা ব্যাটারদের ব্যর্থতা বলতে পারেন।’
ম্যাচ জিততে না পারলেও ক্রিকেটারদের চেষ্টার কোনো কমতি নেই বলে জানান সৌম্য। তার ভাষ্যমতে, ‘আমি শেষ যে কয়েকটা ম্যাচ খেলছি এখানে সবাই একটা ম্যাচ জেতার জন্য অনেক মরিয়া হয়ে আছে। সবাই চেষ্টা করছে এবং সবাই সবার সেরাটা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু হয়তোবা কোনো কারণে আমরা সেটা করে উঠতে পারছি না।’