লড়াই করে হেরে গেল সিলেট © টিডিসি ফোটো
বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে হাইস্কোরিং লড়াইয়ে সিলেট টাইটান্সকে ১৪ রানে হারিয়ে দারুণ জয় পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরল বন্দর নগরীর দলটি।
বুধবার (৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯৮ রান তোলে চট্টগ্রাম। ওপেনার নাঈম শেখ ও অ্যাডাম রসিংটন ভালো শুরু এনে দেন। তিন নম্বরে নেমে মাহমুদুল হাসান জয় ২১ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। এ ছাড়া রসিংটন করেন ৩৮ বলে ৪৯, আর শেষদিকে অধিনায়ক শেখ মেহেদী হাসান ১৩ বলে অপরাজিত ৩৩ রান যোগ করেন।
জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সিলেট। আফিফ হোসেন ধ্রুব ৩৩ বলে ৪৬ রানের লড়াকু ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি।
শেষদিকে খালেদ আহমেদের ৯ বলে ২৫ রানের তাণ্ডব ম্যাচে উত্তেজনা ফেরালেও শেষ পর্যন্ত ১৮৪ রানেই থামে সিলেট। চট্টগ্রামের হয়ে আমের জামাল নেন ৪ উইকেট।