ঢাকা ক্যাপিটালস © সংগৃহীত
বিপিএলের দ্বাদশ আসরে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে মাত্র একটি জয়ের মুখ দেখেছে ঢাকা ক্যাপিটালস, বাকি ৩ ম্যাচে পরাজয়ে টেবিলের পঞ্চমস্থানে অবস্থান রাজধানীর দলটির। সবমিলিয়ে টানা তিন ম্যাচে হারে প্লে-অফে ওঠার পথ কিছুটা কঠিন হয়ে পড়েছে ঢাকার। পরের ম্যাচ আগামী বুধবার (৭ জানুয়ারি) ঢাকার প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেস।
তবে লিগ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু'বার করে খেলবে এবং সবার জন্যই মোট ১০টি করে ম্যাচ আছে। ফলে কার্যত এখনও অর্ধেকেরও বেশি ম্যাচ বাকি থাকায় আশা ছাড়তে নারাজ ঢাকার পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার মতে, ঘুরে দাঁড়িয়ে ভালো অবস্থানে যাওয়ার সুযোগ এখনো আছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সংবাদ সম্মেলনে দলের লক্ষ্য নিয়ে সাইফউদ্দিন বলেন, ‘এখনও আমাদের সুযোগ আছে। পুরো টুর্নামেন্ট ভালো ক্রিকেট খেলেছি। ভাগ্য পক্ষে আসছে না। চট্টগ্রাম ছাড়া বাকিদের সঙ্গে সুন্দর খেলেছি। ক্লোজ ম্যাচ হেরেছি। যদিও এটা আমাদের জন্য হতাশাজনক, তবে ওভারকাম করার সুযোগ আছে। আমাদের লক্ষ্য টপ ৩-৪ এ থেকে লিগ শেষ করা।’
নিজের ব্যাটিং নিয়ে সাইফউদ্দিন বলেন, ‘টিম কম্বিনেশনের জন্য যদি শেষ ২ বলও মোকাবিলা করা লাগে আমি প্রস্তুত। দলের প্রয়োজন পড়লে আমাকে ওপরে ব্যাট করাবে। আমি প্রস্তুত। এখানে অনেক ভাবনা থাকে, ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন থাকে। সুযোগ আসবে ইনশাআল্লাহ, অর্ধেকের বেশি ম্যাচ বাকি। ইনশাআল্লাহ সুযোগ পাব, আশা করি।’
এই অলরাউন্ডার আরও বলেন, ‘সবাই বিপিএলে মনোযোগ রাখছি। দলগতভাবে আশানুরূপ পারফর্ম করতে পারছি না। কীভাবে ঘুরে দাঁড়াব, ৩-৪ বা টপে আসব, এসব নিয়েই কথা হচ্ছে।’