মোহাম্মদ আমির © সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে সিলেট টাইটানসের হয়ে পুরো মৌসুম খেলার কথা থাকলেও মাঝপথেই ঘরোয়া এই টুর্নামেন্ট ছেড়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। বুধবার (৭ জানুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট টাইটানস কর্তৃপক্ষ।
আইএল টি–টোয়েন্টি শেষে বিপিএল খেলতে এসে শুরু থেকেই দলে নিয়মিত ছিলেন আমির। ৬ ম্যাচে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি দলের তিন জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। যদিও আমিরের বিদায়ের নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি বিবৃতিতে।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের কারণে আরেক পাকিস্তানি সাইম আইয়ুবও বাংলাদেশ ছেড়েছেন। তবে এই সিরিজ শেষেই সিলেটে ফেরার সম্ভাবনা রয়েছে তার।
বিবৃতিতে বলা হয়েছে, ইতোমধ্যে পারিশ্রমিকের ৭০ শতাংশ অর্থ আমিরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে বাংলাদেশ আরেক পাকিস্তানি ক্রিকেটার সাইম আইয়ুবও ছেড়েছেন। দলের হয়ে চারটি ম্যাচ খেলেছেন সাইম। চার ম্যাচের অর্থ তাকে পরিশোধ করা হয়েছে।