মোস্তাফিজুর রহমান © সংগৃহীত
কয়েক দিন ধরেই বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের আসন্ন আইপিএলে অংশগ্রহণ নিয়ে জোর আলোচনা চলছিল। এ নিয়ে ভারতের কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন তাকে বাদ দেওয়ার দাবিতে ধারাবাহিকভাবে বিক্ষোভ করে আসছিল। সেই প্রেক্ষাপটেই আজ (৩ জানুয়ারি) সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানান, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেয় কলকাতা নাইট রাইডার্সও। এতে চলমান সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আইপিএল থেকে বাংলাদেশের এই পেসারের বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করে কলকাতা।
কেকেআর জানিয়েছে, ‘বিসিসিআইয়ের নির্দেশনা অনুসারে সকল প্রক্রিয়া ও অভ্যন্তরীণ পরামর্শের পর তাকে (মুস্তাফিজ) ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএলের নীতিমালা অনুসারে কলকাতাকে বদলি ক্রিকেটার নেওয়ারও অনুমোদন দিয়েছে বিসিসিআই। দ্রুততম সময়ের মধ্যে আরও বিস্তারিত জানানো হবে।’
এর আগে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের সচিব বলেছিলেন, ‘দেশজুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে একজন ক্রিকেটার ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে। বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বিকল্প যেকোনো ক্রিকেটারকেই তাদের পছন্দমতো নেওয়ার সুযোগ দেবে বিসিসিআই। সংস্থার পক্ষ থেকে সেই অনুমোদন দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, আইপিএলের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ ৯ কোটি ২০ লাখ রুপিতে এবার কলকাতায় ডাক পেয়েছিলেন দ্য ফিজ। এর আগে আইপিএলের ৮টি আসরে পাঁচটি ভিন্ন দলের হয়ে খেলেছেন এই বাঁহাতি পেসার। ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে প্রতিষ্ঠিত করলেও এবারের আসরে শেষ পর্যন্ত আর মাঠে নামা হচ্ছে না তার।
ভারতের কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন ও নেতাদের লাগাতার বিক্ষোভের মুখে ৩০ বছর বয়সী মোস্তাফিজের জন্য বন্ধ হয়ে গেল আইপিএলের দরজা।