মোস্তাফিজুর রহমান ও শশী থারুর © টিডিসি সম্পদিত
ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় এবার সরব হয়েছেন দেশটির প্রভাবশালী কংগ্রেস নেতা ও লোকসভার সাংসদ শশী থারুর। এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাম্প্রতিক সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন।
তিনি বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার বোঝা ক্রিকেটের ওপর চাপানো উচিত নয়। আমাদের উচিত কিছু ক্ষেত্রকে অন্য বিষয় থেকে আলাদা রাখা। আমরা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখছি এবং তাদের সংখ্যালঘুদের সুরক্ষা ও দেখভালের জন্য সঠিক পদক্ষেপ নিতে অনুরোধ করছি—এই বার্তা দেওয়া আমাদের চালিয়ে যেতে হবে।’
তিনি আরও বলেন, মোস্তাফিজ একজন ক্রিকেটার এবং এই হামলার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, ‘তাঁর বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কোনো বিদ্বেষমূলক বক্তব্য বা এই ধরনের হামলাকে সমর্থন বা রক্ষা করার কোনো অভিযোগ নেই। এই দুটি বিষয়কে মিলিয়ে ফেলা একেবারেই অনুচিত।’ তিনি বলেন, ক্রীড়া-সংক্রান্ত সিদ্ধান্তের কারণে ভারত তার প্রতিবেশীদের বিচ্ছিন্ন করে রাখতে পারে না। থারুরের ভাষ্য, ‘আমাদের উচিত হবে না এর মধ্যে রাজনীতিকে টেনে আনা।’
কংগ্রেসের এই নেতা আরও বলেন, ‘আমরা যদি এমন একটি দেশে পরিণত হই, যারা প্রতিবেশীদের সবাইকে বিচ্ছিন্ন করে দেয় এবং বলে যে কারও সঙ্গেই খেলা হবে না, তবে তাতে কী লাভ হবে? এটি বিশুদ্ধভাবেই একটি খেলার সিদ্ধান্ত...আমরা তিন দিক দিয়ে বাংলাদেশকে ঘিরে আছি। আমরা তাদের বিচ্ছিন্ন করতে পারি না। আমাদের তাদের সঙ্গে খেলতে হবে।’
উল্লেখ্য, ভারতের কয়েকটি উগ্রবাদী সংগঠনের আন্দোলনের মুখে শনিবার বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া নিশ্চিত করেন যে, কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে কেকেআর মালিক শাহরুখ খানকে হুমকি দেওয়ার পাশাপাশি স্টেডিয়াম ভাঙচুরের হুমকিও দিয়েছিল উগ্রবাদী গোষ্ঠীগুলো।
দেবকীনন্দন ঠাকুর নামে এক আধ্যাত্মিক নেতা মোস্তাফিজকে দলে নেওয়ার সিদ্ধান্তের জন্য শাহরুখ খানের তীব্র সমালোচনা করলে এই বিতর্কের সূত্রপাত হয়। তিনি দাবি করেন, আইপিএলে বাংলাদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত করায় হিন্দুদের অনুভূতিতে আঘাত লেগেছে। পরে উত্তর প্রদেশের সাবেক বিধায়ক সংগীত সোম মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ বলে আখ্যা দেন।