এবার বিপিএলে অনুশীলন বয়কট নোয়াখালী এক্সপ্রেসের
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০২:২৭ PM , আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০০ PM
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর ঠিক আগের দিনই তৈরি হলো নতুন নাটকীয় পরিস্থিতি। সিলেটে অবস্থানরত নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন ও দলের ক্রিকেটাররা আজ অনুশীলনে অংশ নেওয়া থেকে বিরত থাকলেন।
জানা গেছে, ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ এবং টিম ম্যানেজমেন্টের মধ্যে চলমান অভ্যন্তরীণ কোন্দলই এই অনুশীলন বয়কটের মূল কারণ। দলের প্রস্তুতি ও শৃঙ্খলার ওপর এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মাঠ ছাড়ার সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে ক্ষোভ প্রকাশ করেন খালেদ মাহমুদ সুজন। কোথায় যাচ্ছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সরাসরি জানিয়ে দেন, আমি কোনোভাবেই বিপিএল করব না।
এরপরই সহকারী কোচকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশা চড়ে দ্রুত চলে যান। এ সময় সুজন আরও স্পষ্ট করেন, নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচের দায়িত্বে থাকতে ইচ্ছুক নন তিনি।
এ নিয়ে তালহা জুবায়ের বলেন, 'এভাবে করে … আমার জীবনে অনেক বিপিএল করেছি। আমার জীবনে সবচেয়ে বিরক্তিকর বিপিএল এটা লেগেছে। জানি না আপনি করবেন কি না, আমি করব না।'
এ সময় সুজনকে বলতে শোনা যায়, আজকে আমি কিছু করতেই পারব না। মেজাজ খারাপ আছে। পরে দেখা যাবে। বল চুরি করবে না বেঁচে খাবে? বলের টাকাও তো নেইনি।'
প্রসঙ্গত, ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হওয়ার কথা নোয়াখালীর।