ফিরছে বিপিএল উন্মাদনা, প্রথম দুই ম্যাচের সব টিকিট শেষ

বিপিএলের লোগো
বিপিএলের লোগো   © সংগৃহীত

আর মাত্র ২৪ ঘণ্টা পরেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। তবে ঘরোয়া এই টুর্নামেন্টের বল মাঠে গড়ানোর আগেই টিকিট বিক্রিতে ব্যাপক সাড়া মিলেছে। বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, প্রথম দুই ম্যাচের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। তার দাবি, শতভাগ অনলাইন ও কাগজবিহীন টিকিটিং ব্যবস্থা চালুর ফলেই এই সাফল্য এসেছে।

আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠবে বিপিএলের নতুন আসরের। প্রথম দিনেই হবে দুটি ম্যাচ। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে বিকেল ৩টায় মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। এ ছাড়া দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালস নিজেদের মিশন শুরু করবে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে। স্থানীয় সময় রাত ৭টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হবে। উদ্বোধনী দিনের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই দর্শকদের মধ্যে যে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা তৈরি হয়েছে, এই বিপুল সাড়া তারই স্পষ্ট প্রমাণ।

এ নিয়ে আমজাদ হোসেন বলেন, আগামী শুক্রবার বিপিএল-এর প্রথম খেলা। একটি সুসংবাদ হচ্ছে সিলেটে প্রথম দুটি খেলার টিকিট ইতোমধ্যেই সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে।

বিসিবি এবার টিকিট বিক্রির ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন এনেছে। এই আধুনিক ব্যবস্থার ফলে দর্শকদের জন্য টিকিট সংগ্রহ প্রক্রিয়া হয়েছে আরও সহজ ও ঝামেলামুক্ত। এ প্রসঙ্গে আমজাদ হোসেন বলেন, আমরা এখন শতভাগ অনলাইন ও কাগজবিহীন পদ্ধতিতে ইন্টারনেটের মাধ্যমে টিকিট বিক্রি করছি।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!