আইএল টি-টোয়েন্টিতে তাসকিনের দুর্দান্ত বোলিং
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০১:৩৫ AM
ব্যাটসম্যানদের ব্যর্থতায় দল গুটিয়ে গেল একশর নিচে। অল্প পুঁজি নিয়ে খুব বেশি কিছু হয়তো করার ছিল না। তারপরও চমৎকার বোলিংয়ে দুটি উইকেট নিলেন তাসকিন আহমেদ। আইএল টি-টোয়েন্টিতে চার ম্যাচে এই প্রথম নিজের সেরাটা মেলে ধরতে পারলেন বাংলাদেশের এই তারকা পেসার। তবে তার দুর্দান্ত বোলিংয়ের পরও লড়াই করে হেরে গেল শারজাহ ওয়ারিয়র্জ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ওয়ারিয়র্জ হেরেছে ৪ উইকেটে। তাদের দেয়া ৯১ রানের লক্ষ্য ৩৭ বল হাতে রেখেই পেরিয়ে যায় ভাইপার্স।
এদিন বোলারদের জন্য উইকেটে বেশ সহায়তা ছিল। বল গ্রিপ করছিল এবং ব্যাটে আসছিল কিছুটা থেমে থেমে। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই সাফল্য পান তাসকিন। প্রথম বলে রান না দিলেও দ্বিতীয় বলে লেংথ ডেলিভারিতে পাকিস্তানের ফাখার জামানকে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। এরপর নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে আরেক পাকিস্তানি ব্যাটসম্যান হাসান নাওয়াজকে কিপারের গ্লাভসে ধরাশায়ী করেন তাসকিন। তখন তার বোলিং ফিগার ছিল ১.৩ ওভারে মাত্র ২ রান দিয়ে ২ উইকেট। স্পেলের বাকি সময়েও নিয়ন্ত্রিত বোলিং করেন তিনি, ৪ ওভারে ৫ ইকোনমি রেটে মোট ২০ রান খরচ করেন।
আসরে নিজের আগের তিন ম্যাচে তাসকিন ছিলেন কিছুটা খরুচে। প্রথম ম্যাচে উইকেটশূন্য থাকার পর পরের দুই ম্যাচে উইকেট পেলেও যথাক্রমে ৩৪ ও ৪০ রান দিয়েছিলেন। অবশেষে এদিন নিজের চিরচেনা রূপে দেখা গেল তাকে। তাসকিনের দুর্দান্ত শুরু সত্ত্বেও অন্য বোলাররা নাটকীয় কিছু করতে পারেননি। মূলত ব্যাটিং ব্যর্থতাই ডুবিয়েছে শারজাহকে। টম অ্যাবেলের অপরাজিত ৩৫ এবং ইথান ডি’সুজার ১৮ রান ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। শেষ ব্যাটসম্যান হিসেবে নেমে তাসকিন করেন ৪ বলে ২ রান।
এই হারের পর পয়েন্ট টেবিলের চিত্র শারজাহর জন্য বেশ কঠিন হয়ে পড়ল। সাত ম্যাচের পাঁচটিতেই হেরে ৪ পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে সবার নিচে আছে ওয়ারিয়র্জ। অন্যদিকে আট ম্যাচের সাতটি জিতে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় নিজেদের অবস্থান শক্ত করেছে ডেজার্ট ভাইপার্স।