রেকর্ড দাম পেলেও কলকাতার একাদশে মোস্তাফিজের সুযোগ কতটুকু?

১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০০ PM
মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। পাশাপাশি একের পর এক তারকা ক্রিকেটার কিনে নিজেদের স্কোয়াডও শক্তিশালী করেছে কলকাতা। 

এবার প্রশ্ন হলো, বাংলাদেশের ইতিহাসে আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটার হয়েও কি একাদশে নিশ্চিত জায়গা পাচ্ছেন কাটার মাস্টার? 

মূলত ম্যাচের কন্ডিশন ও কম্বিনেশনের ওপরই কেকেআরের একাদশে মোস্তাফিজের সুযোগ পাওয়া পুরোপুরি নির্ভর করবে। আইপিএলে একাদশে সর্বোচ্চ চার জন বিদেশি খেলানো যায়। কলকাতার ক্ষেত্রে সুনীল নারাইন ও ক্যামেরন গ্রিনের জায়গা প্রায় নিশ্চিত বলেই ধরা হচ্ছে।

বাকি দুটি বিদেশি জায়গায় মূল লড়াই হবে পেস বোলিং ও ব্যাটিং শক্তি বাড়ানোর সমন্বয় নিয়ে। একদিকে পাথিরানা, অন্যদিকে আছেন দ্য ফিজ। স্পিন বা ধীরগতির উইকেটে কাটার ও বৈচিত্র্যের কারণে মোস্তাফিজ এগিয়ে থাকতে পারেন, আবার গতির প্রয়োজনে পাথিরানার দিকেও ঝুঁকতে পারে টিম ম্যানেজমেন্ট।

তবে এই দুই পেসারের পাশাপাশি বিদেশি ব্যাটারদের প্রতিদ্বন্দ্বিতাও বড় ফ্যাক্টর। রোভম্যান পাওয়েল, ফিন অ্যালেন ও টিম সেইফার্টের মতো আক্রমণাত্মক ব্যাটাররা থাকায় নির্দিষ্ট ম্যাচে ব্যাটিং গভীরতা বাড়াতে মোস্তাফিজকে বেঞ্চে বসতেও হতে পারে।

সব মিলিয়ে, কেকেআরের প্রথম একাদশে মোস্তাফিজের সুযোগ থাকলেও সেটি নিয়মিত হবে না, পিচ, প্রতিপক্ষ ও দলের ম্যাচ-টু-ম্যাচ কৌশলের ওপরই তা নির্ভর করবে।

আরও পড়ুন : ফিফা বর্ষসেরা কোচ হলেন পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো লুইস এনরিকে

এ নিয়ে প্রখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে ক্রিকবাজের লাইভে বলেছেন, ‘কেকেআর যদি (রাহুল) ত্রিপাঠিকে টপ-অর্ডারে খেলায় তাহলে তারা একইসাথে পাথিরানা এবং দ্য ফিজকে খেলাতে পারে। তখন চার বিদেশি হবে ফিজ, পাথিরানা, গ্রিন এবং সুনীল নারাইন। তারা চাইলে এই কম্বিনেশনেও যেতে পারে। লিগে ১৪ ম্যাচ খেলতে হবে। ফলে এই কম্বিনেশনও তারা চেষ্টা করতে পারে। যদি তারা ফর্মে থাকে (তাহলে খেলানো যেতেই পারে)।’

একনজরে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড 

আজিঙ্কা রাহানে, অংকৃশ রঘুবংশী, অনুকূল রায়, হার্শিত রানা, মানিশ পান্ডে, রামানদীপ সিং, রিঙ্কু সিং, রভম্যান পাওয়েল, সুনীল নারাইন, উমরান মালিক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, ক্যামেরন গ্রিন, মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমান, তেজস্বী সিং, রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, টিম সাইফার্ট, আকাশ দীপ, রাহুল ত্রিপাঠি, ডাকশ কামরা, সার্থক রঞ্জন, প্রশান্ত সোলাঙ্কি, কার্তিক তেয়াগী।

চব্বিশে রাজপথে আমার বাইরে দলের আর কোনো নেতাকে মানুষ দেখেনি:…
  • ১১ জানুয়ারি ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আখতার গ্রুপ, নিয়োগ ঢাকাসহ ৬ জ…
  • ১১ জানুয়ারি ২০২৬
পে-স্কেলের দাবিতে এবার আন্দোলনে নামছেন এমপিওভুক্ত শিক্ষকরা
  • ১১ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক শ্রম অভিবাসনের গতি-প্রকৃতি, অর্জন ও চ্যালেঞ্জ ব…
  • ১১ জানুয়ারি ২০২৬
মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর অন্তত ৫৩ সদস্য আটক
  • ১১ জানুয়ারি ২০২৬
ইসলামী ব্যাংকের ‘এমক্যাশ’ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9