বাংলাদেশের আগামীর তারকা জাওয়াদ, ব্যাটে লিখলেন ইতিহাস

১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ PM
ম্যাচ জয়ে সেরার পুরস্কার পান জাওয়াদ আবরার

ম্যাচ জয়ে সেরার পুরস্কার পান জাওয়াদ আবরার © সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ২৮৪ রানের লক্ষ্য তাড়া করা সহজ কাজ নয়। বরং টুর্নামেন্টটির ৩৬ বছরের ইতিহাসে এত বড় লক্ষ্য ছুঁয়ে জয়ের কোনো উদাহরণ ছিল না। সেই অসম্ভবকেই সম্ভব করে দেখাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে বাংলাদেশ ২৮৪ রানের লক্ষ্য পূরণ করে আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে। এর আগে যুব এশিয়া কাপে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ছিল ২৬০। ২০২১ সালে ভারত আফগানিস্তানের বিপক্ষে এবং ২০২৩ সালে পাকিস্তান ভারতের বিপক্ষে সেই কীর্তি গড়ে।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় বাংলাদেশের জয়ভিত্তি গড়ে দেন উদ্বোধনী জুটি জাওয়াদ আবরার ও রিফাত বেগ। দুজনের দৃঢ় ব্যাটিংয়ে শুরু থেকেই আত্মবিশ্বাস পায় দল। মাঝপথে কিছুটা চাপ এলেও শেষ পর্যন্ত ঐতিহাসিক জয় নিশ্চিত করে বাংলাদেশ।

জয়ের প্রধান নায়ক ওপেনার জাওয়াদ আবরার। লক্ষ্য তাড়ার প্রথম ওভারে টানা দুটি চার মেরে নিজের আগ্রাসী মানসিকতার জানান দেন তিনি। পরের ওভারে আসে একটি ছক্কা। পুরো ইনিংসজুড়েই ছিলেন সাবলীল ও নিয়ন্ত্রিত।

ডানহাতি ওপেনার জাওয়াদ ১১২ বলে করেন ৯৬ রান, যেখানে ছিল ৬টি ছক্কা ও ৯টি চার। সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে থামতে হলেও তার ইনিংসেই মূলত রেকর্ড গড়া জয়ের পথ তৈরি হয়।

ম্যাচ শেষে সেঞ্চুরি হাতছাড়া হওয়ার আক্ষেপ থাকলেও দলীয় জয়কেই বেশি গুরুত্ব দিয়েছেন জাওয়াদ। তিনি বলেন, ‘চার রানের জন্য সেঞ্চুরি মিস হওয়ায় একটু আক্ষেপ তো থাকবেই। তবে আমরা ম্যাচ জিতেছি, দল জিতেছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই ভালোভাবে অবদান রেখেছে। রিফাত আমার সঙ্গে ভালো শুরু করেছিল। পরে তামিম মাঝখানে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। শেষ দিকে রিজওয়ান আর জীবন ম্যাচটা জিতিয়ে দিয়েছে।’

টুর্নামেন্টে ভালো শুরু হওয়ায় আত্মবিশ্বাসী তরুণ ব্যাটার জাওয়াদ। তবে বাড়তি চাপ নিতে চান না তিনি। জাওয়াদ বলেন, ‘টুর্নামেন্টে ভালো একটা শুরু হয়েছে। এটা ধরে রাখার চেষ্টা থাকবে। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলতে চাই। চ্যাম্পিয়ন হতেই হবে এমন চাপ নিচ্ছি না। যদি প্রতিটি ম্যাচে ভালো খেলতে পারি, ইনশাআল্লাহ ফল আসবে।’

গত কয়েক বছর ধরেই দেশের ক্রিকেট মহলে আলোচিত নাম জাওয়াদ আবরার। ঢাকা প্রিমিয়ার লিগে গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে একাধিক ইমপ্যাক্টফুল ইনিংস খেলে নজর কাড়েন তিনি। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচে দুটি সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন।

তার ধারাবাহিকতারই প্রমাণ মিলল এশিয়া কাপের মঞ্চে। সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটের আগামীর বড় তারকা হিসেবে জাওয়াদ আবরারের নাম নতুন করে আলোচনায় উঠে এল।

শাকসুর দাবিতে বিকালে স্মারকলিপি, সন্ধ্যায় ছাত্রদলসহ দুই ভিপ…
  • ১৫ জানুয়ারি ২০২৬
প্রযুক্তি-নির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলায় সচেতনতা জরু…
  • ১৪ জানুয়ারি ২০২৬
বিসিবি পরিচালকের পদত্যাগ—নাকি বন্ধ থাকবে বিপিএল?
  • ১৪ জানুয়ারি ২০২৬
চবি উপ-উপাচার্যের মেয়ের রেজাল্ট শিট প্রকাশের দাবি জানিয়ে যা…
  • ১৪ জানুয়ারি ২০২৬
প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়া বিএনপি প্রার্থীকে কারণ দর্শান…
  • ১৪ জানুয়ারি ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের সর্বশেষ রিলিজ স্লিপের তালিকা প্রকাশ কাল
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9