বিপিএলে ধারাভাষ্য প্যানেলে বড় চমক

বিপিএল ট্রফি
বিপিএল ট্রফি   © সংগৃহীত

গুঞ্জন ছিল সিলেট পর্ব দিয়েই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। অনেকেই আশা করেছিলেন, ২০১৭ সালের পর আবারও সিলেটেই পর্দা উঠবে ঘরোয়া এই টুর্নামেন্টের। তবে শেষ পর্যন্ত তেমন কিছুই হচ্ছে না। 

এবারও ঢাকাতেই শুরু হবে বিপিএল। চারদিন রাজধানীতে ম্যাচ আয়োজনের পর টুর্নামেন্ট যাবে সিলেট ও চট্টগ্রাম পর্বে, এরপর ফের ঢাকায় ফিরবে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে সূচিই ঘোষণা করেননি আয়োজকরা।

এবারের বিপিএলে ৬টি দল অংশ নিচ্ছে। শুরুতে পাঁচ দলের টুর্নামেন্টের কথা জানানো হলেও পরে নতুন দল নোয়াখালী এক্সপ্রেস যোগ হওয়ায় সেটি দাঁড়ায় ৬ দলে। পুরোনো দলগুলোর মধ্যে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স রয়েছে।

আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠছে ঘরোয়া এই টুর্নামেন্টের। এর আগে ৩০ নভেম্বর অনুষ্ঠিত নিলামে নিজেদের স্কোয়াড চূড়ান্ত করেছে দলগুলো।

এদিকে এবারের বিপিএলে স্থানীয় কয়েকজনের পাশাপাশি ধারাভাষ্য প্যানেলে ৪ জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসন, রমিজ রাজা, ওয়াকার ইউনূস এবং ফারভেজ মাহরুফকে দেখা যেতে পারে। বিপিএল সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 


সর্বশেষ সংবাদ