রিশাদের জোড়া শিকারে ব্যাকফুটে আয়ারল্যান্ড

বাংলাদেশ দল
বাংলাদেশ দল   © সংগৃহীত

আইরিশ অধিনায়ক পল স্টার্লিং একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে চলছে ব্যাটারদের আসা যাওয়া। তবে তিনিও এবার প্যাভিলিয়নে ফিরলেন। ইনিংসের ১২তম ওভারে রিশাদের তৃতীয় ডেলিভারিতে স্ট্রেট দিয়ে চার মারেন স্টার্লিং। পরের বলেও বাউন্ডারি মারতে গিয়েছিলনে। তবে টাইমিংয়ে গড়বড় হওয়ায় মিড উইকেটে সাইফকে ক্যাচ দেন ২৭ বলে ৩৮ রান করা স্টার্লিং।

এর আগের ওভারে রিশাদের বল এগিয়ে খেলতে গিয়ে বোল্ড হন কার্টিস ক্যাম্ফার (৯)। রিশাদের দারুণ এক গুগলি না বুঝেই কাট করতে গিয়ে উইকেট বিলিয়ে দেন ক্যাম্ফার ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে আইরিশদের সংগ্রহ ৮৬ রান। ক্রিজে আছেন দুই ব্যাটসম্যান ডেলানি ও ডকরেল।

এর আগে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের শেষ ম্যাচে ফিল্ডিংয়ে নেমে হতশ্রী শুরু করেছিল বাংলাদেশ। মেহেদীর করা ওভারটি ১৩ রান তোলে নেয় আয়ারল্যান্ড। তবে চতুর্থ ওভারের শেষ বলে শরিফুল ইসলামের ফাঁদে পড়ে ফেরার আগে ২ চার ও এক ছক্কায় ১৪ রান তুলেছিলেন  টিম টেক্টর (১৭)।

দ্রুত গতিতে রান তুলে পঞ্চাশ ওভারেই দলীয় ৫০ ছুঁয়ে ফেলে আইরিশরা। আর পাওয়ার প্লের শেষ ওভারে অদ্ভুত দৃশ্যের অবতারণা করে প্যাভিলিয়নে ফেরেন হ্যারি (৫)। 

সামনের পায়ে রক্ষণাত্মক ভঙ্গিতে ব্যাট চালিয়েছিলেন হ্যারি। আর ব্যাটে লেগে স্টাম্পের দিকে ছুটেছিল বল। এ সময়ে বিপদ টের পেয়ে তাড়াতাড়ি পা দিয়ে বলটা সরাতে গিয়েও পারেননি আইরিশ এই ব্যাটার। স্টাম্পে আঘাত করে বল।

ওই ওভারে মাত্র এক রান দেন মোস্তাফিজ । এতে পাওয়ার প্লে শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৫১ রান।


সর্বশেষ সংবাদ