দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট
- স্পোর্টস ডেস্ক
- প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৪:৪৫ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২৫, ০৪:৫৯ PM
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে মাত্র ১৪ বল খেলতে পেরেছিল আয়ারল্যান্ড। সবমিলিয়ে প্রথম ইনিংসে দলটির সংগ্রহ দাঁড়ায় ২৮৬ রান। জবাবে দাপুটে ব্যাটিংয়ে এক উইকেটে ৩৩৮ রানে দিন শেষ করল বাংলাদেশ। মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরির দিনে সাদমান ইসলাম ও মুমিনুল হক ফিফটির ছাড়ানো ইনিংস খেলেন। দ্বিতীয় দিনের শেষে ৫২ রানে এগিয়ে স্বাগতিকরা। সবমিলিয়ে সিলেট টেস্টে দ্বিতীয় দিনটা পুরোই স্বাগতিকদের দখলে।
বুধবার (১২ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিন শুরু করা আয়ারল্যান্ডকে সকাল সকালই গুটিয়ে দেয় স্বাগতিকরা। এদিন মাত্র ১৪ বল খেলতে পেরেছিল সফরকারীরা। এতে ৯২ দশমিক ২ ওভারে ২৮৬ রানে থামে আইরিশদের ইনিংস। আইরিশদের বাকি দুই উইকেট তুলে নেন তাইজুল ও হাসান।
তাইজুলের লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন ৬০ বলে ৩০ রান করা জর্ডান নেইল। এ ছাড়া হাসান মাহমুদের বলে ৩১ রান করা ব্যারি ম্যাকার্থি বোল্ড হওয়ায় থামে আইরিশদের প্রথম ইনিংস।
পরে ব্যাটিংয়ে নেমে জয়ের সঙ্গে দেশের টেস্ট ইতিহাসে চতুর্থ সেরা ওপেনিং জুটি গড়ে সাজঘরে ফেরেন সাদমান। আইরিশ বাঁ-হাতি স্পিনার হামপ্রিসের বলে কাট করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার। ১০৪ বলে ৯ চার আর ১ ছক্কায় ৮০ রানে সাদমান ফেরায় ১৬৮ রানে ভাঙে ওপেনিং জুটি।
সেখান থেকে ১৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন জয়-মুমিনুল। এরই মধ্যে ক্যারিয়ারসেরা ইনিংস খেলে ফেলেছেন জয়। তার সামনে ডাবল সেঞ্চুরির হাতছানি।
অন্যদিকে মুমিনুল হকও সেঞ্চুরির পথেই আছেন। জয় ১৬৯ আর মুমিনুল ৮০ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শুরু করবেন।