ইমনের ফাইফারের পর কালামের সেঞ্চুরিতে জিতল বাংলাদেশ
- স্পোর্টস ডেস্ক
- প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৮:১১ PM
ব্যাট ও বলে অনন্য প্রদর্শনীতে আফগানদের বিপক্ষে জয় দিয়েই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। মঙ্গলবার (২৮ অক্টোবর) বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ডাকওয়ার্থ–লুইস পদ্ধতিতে ৫ রানে জিতেছে আজিজুল হাকিম তামিমের দল।
২৬৫ রানের লক্ষ্য তাড়ায় শুরুতে কিছুটা বিপদে পড়ে বাংলাদেশ। তবে মাঝের ওভারে দারুণ জুটি গড়ে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে আসে টাইগার যুবারা। ৪৬ ওভার শেষে আলোর-স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার সময় বাংলাদেশের স্কোর ছিল ২৩১ রান ৪ উইকেটে, যা আফগানদের চেয়ে ৫ রান বেশি। তাই ডিএল মেথডে জয় স্বাগতিকদের ঝুলিতে।
আফগানিস্তানের ইনিংসে একাই লড়াই চালান মিডল-অর্ডার ব্যাটার উজাইরউল্লাহ নিয়াজাই। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩৭ বলে ১৪০ রানের অনবদ্য অপরাজিত ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে ভর করেই ২৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় সফরকারীরা।
জবাবে বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল দোদুল্যমান। মাত্র ৬০ রানে সাজঘরে ফেরেন টপ-অর্ডারের তিন ব্যাটার জাওয়াদ আবরার (১০), রিফাত বেগ (২৬) ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম (০)। সেখান থেকে তৃতীয় উইকেটে ১৩৯ রানের দুর্দান্ত জুটি গড়েন কালাম সিদ্দিকী এলিন ও রিজান হোসেন।
কালাম সিদ্দিকী পরিপূর্ণ ক্লাসিক ইনিংস খেলেন (১১৯ বলে ১০১ রান)। অপরপ্রান্তে রিজান হোসেন ৯৬ বলে ৭৫ রানের কার্যকর এক ইনিংস সাজান। খেলা বন্ধ হওয়ার সময় রিজান ১২ রানে অপরাজিত আব্দুল্লাহর সঙ্গে উইকেটে ছিলেন।
বল হাতেও রিজান ছিলেন সমান কার্যকর, মিডিয়াম পেসে ৫৪ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। তবে বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ইকবাল হোসেন ইমন। ৫৭ রানে ৫ উইকেট নিয়ে আফগান ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন এই পেসার।