স্টেডিয়ামের গেট ভেঙে ঢুকে পড়ল দর্শক

০৯ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ PM , আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৭:৪৪ PM
গেট ভেঙে ঢুকছেন দর্শকরা

গেট ভেঙে ঢুকছেন দর্শকরা © সংগৃহীত

জাতীয় স্টেডিয়াম এলাকায় বিকেল থেকেই জমে উঠেছিল উৎসবের আমেজ। হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ ঘিরে দর্শকদের উচ্ছ্বাস সন্ধ্যার পর চরমে পৌঁছায়। পরিস্থিতি সামাল দেওয়ার আগেই ভিড়ের চাপে স্টেডিয়ামের ৪ নম্বর গেটের বেড়া ভেঙে ভেতরে ঢুকে পড়েন অসংখ্য দর্শক। হঠাৎ সৃষ্টি হওয়া এই বিশৃঙ্খলায় টিকিট চেকার ও নিরাপত্তাকর্মীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে দ্রুত সরে যান। 

রাত ৮টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও স্টেডিয়ামের গেট খোলা থাকার সময়সীমা ছিল সন্ধ্যা ৭টা পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের আগেই গ্যালারি প্রায় পূর্ণ হয়ে যায়।

এর আগে, সিঙ্গাপুর ম্যাচে স্বল্প সময়েই গ্যালারি পূর্ণ হয়েছিল, আজ হংকংয়ের বিপক্ষে তা আরও বেড়েছে। দর্শকদের অতিরিক্ত ভিড়ে বিড়ম্বনাও তৈরি হয়েছে।

হংকংয়ের বিপক্ষে আজ জয় পেলেই ৪৬ বছর পর এশিয়া কাপে খেলার স্বপ্ন টিকে থাকবে বাংলাদেশের। তাই ম্যাচ ঘিরে সবার আগ্রহ তুঙ্গে। তবে এই উন্মাদনা অনাকাঙ্ক্ষিত ঘটনারও জন্ম দিয়েছে।

জানা গেছে, বর্তমানে ৪ নম্বর গেটটি উন্মুক্ত রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

এদিকে হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচের একাদশে কানাডাপ্রবাসী শমিত সোমকে রাখেননি বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। অধিনায়ক জামাল ভূঁইয়া এশিয়ান কাপ বাছাইয়ের দুই ম্যাচের মতো আজও একাদশে নেই। ফলে মিডফিল্ডার সোহেল রানার হাতেই উঠছে আর্মব্যান্ড।

জামালের মতো ইতালিপ্রবাসী ফাহামিদুল ইসলামও শুরুর একাদশে জায়গা পাননি। নম্বর নাইন পজিশনে শেখ মোরছালিন মাঠ মাতাবেন। 

মিডফিল্ডে হামজা চৌধুরীর সঙ্গে সোহেল রানা সিনিয়র ও সোহেল রানা জুনিয়র থাকছেন। তবে কানাডাপ্রবাসী শমিত সোমও শুরুর একাদশে জায়গা পাননি। 

রাইট উইংয়ে রাকিব হোসেন এবং লেফট উইংয়ে ফয়সাল ফাহিম জায়গা পেয়েছেন। এছাড়া রক্ষণ সামলাবেন সাদ-উদ্দিন, তারিক কাজী, শাকিল আহাদ তপু ও তাজ-উদ্দিন। 

ভেনেজুয়েলার তেল বিক্রয় ‘অনির্দিষ্টকাল’ নিয়ন্ত্রণ করবে যুক্ত…
  • ০৮ জানুয়ারি ২০২৬
হাদি-বিশ্বজিত-খালেদা জিয়া ও জুলাই শহীদদের বিজয় উৎসর্গ করলেন…
  • ০৮ জানুয়ারি ২০২৬
জকসু নির্বাচনে যে ৫ পদে হারল শিবির
  • ০৮ জানুয়ারি ২০২৬
দুপুরে ছাত্রদলের সুপার ফাইভকে অবাঞ্ছিত ঘোষণা : রাতে শোকজ
  • ০৮ জানুয়ারি ২০২৬
চবির বি-২ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ১৭ শি…
  • ০৮ জানুয়ারি ২০২৬
জকসুর ২১ পদের ১৬টি শিবিরের, ছাত্রদল ৪-স্বতন্ত্র ১
  • ০৮ জানুয়ারি ২০২৬