ভারতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত, স্বপ্নভঙ্গ বাংলাদেশের

০৮ অক্টোবর ২০২৫, ০৮:১৮ AM
বাংলাদেশ নারী ক্রিকেট দল

বাংলাদেশ নারী ক্রিকেট দল © সংগৃহীত ছবি

গুয়াহাটিতে নারী বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। মাত্র ১৭৯ রানের লক্ষ্য দিয়েও ম্যাচে দারুণভাবে লড়েছে টাইগ্রেসরা। ইংল্যান্ডের ব্যাটারদের একের পর এক উইকেট তুলে নিয়ে একসময় জয়ের স্বপ্নও দেখছিল বাংলাদেশ। কিন্তু অভিজ্ঞ হিদার নাইটের ব্যাটে শেষ পর্যন্ত সেই স্বপ্ন ভেঙে যায়।

একসময় ইংল্যান্ডের স্কোর ছিল ৬ উইকেটে ১০৩। সেখান থেকে নাইট ও চার্লি ডিন গড়েন ম্যাচ ঘুরিয়ে দেওয়া ৭৯ রানের জুটি, যা ছিনিয়ে নেয় বাংলাদেশের হাতের মুঠোয় চলে আসা সম্ভাব্য জয়। নাইট একাই খেলেছেন ১১১ বলের ধৈর্যশীল ইনিংস, করেছেন ৭৯ রান। অভিজ্ঞতার এই জোরেই তিনি ম্যাচের রং পাল্টে দেন। তাঁর অভিজ্ঞতা সামনে হেরে যায় বাংলাদেশ।

গল্পটা যদিও অন্যরকম হতে পারত আম্পায়ারের দুটি সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে এলেও। শূন্য রানে নাইটের ক্যাচ উইকেটের পেছনে নিগার সুলতানা নেওয়ার পর আঙুল তোলেন আম্পায়ার। তবে যথেষ্ট প্রমাণ না পাওয়ায় তৃতীয় আম্পায়ার সেই সিদ্ধান্ত বদলে দিলে বেঁচে যান নাইট। এরপর ১৩ রানে তাঁর ক্যাচ মুঠোবন্দি করেন স্বর্ণা আক্তার। কিন্তু টিভি আম্পায়ার ভারতের গায়াত্রী ভেনুগোপালান এবারও একই কারণে আউট দেননি। ম্যাচের পর খোদ নাইটই জানিয়েছেন, তিনিও নাকি ভেবেছিলেন আউট হয়ে গিয়েছিলেন।

ইংল্যান্ডের ২৯ রানে ২ উইকেট পড়ে গেলে কিছুটা চাপে পড়ে দলটি। তবে ন্যাট সিভার ব্রান্ট ও নাইট মিলে গড়েন ৪০ রানের জুটি। সেই জুটি ভাঙেন স্পিনার ফাহিমা খাতুন। তিনি পরপর তিনটি উইকেট নিয়ে ম্যাচে ফেরান বাংলাদেশকে। ব্রান্ট, ডাঙ্কলি ও ল্যাম্বকে ফিরিয়ে দিয়ে ইংলিশ ইনিংসে ধস নামান। সানজিদা ফিরিয়ে দেন ক্যাপসিকেও। ইংল্যান্ডের স্কোর তখন ৬ উইকেটে ১০৩।

ব্যাটিংয়ে বাংলাদেশের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সোবহানা মোস্তারি ও রাবেয়া খান। ৩ নম্বরে নামা সোবহানা ১০৮ বল খেলে করেন ৬০ রান। ইনিংসের শেষ দিকে রাবেয়া খেলেন ২৭ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস, যাতে ছিল ৬টি চার ও ১টি ছক্কা। তাদের ব্যাটেই বাংলাদেশ পায় ১৭৯ রানের সংগ্রহ।

বৈশাখাী ভাতা নিয়ে যে সুপারিশ করতে যাচ্ছে পে-কমিশন
  • ১৯ জানুয়ারি ২০২৬
সব ওয়াজ মাহফিল স্থগিত আমির হামজার
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্র…
  • ১৯ জানুয়ারি ২০২৬
‘দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন, সুষ্ঠু হতেই হবে’
  • ১৯ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ ইস্যুতে ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত, যা বলছে বিসি…
  • ১৯ জানুয়ারি ২০২৬
মামুনুল হকের সম্মানে ২ আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9