বদলে গেল ওয়েস্ট উইন্ডিজ সিরিজের সূচি
- ক্রীড়া প্রতিবেদক
- প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৫:০০ PM , আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৫:১১ PM
চলতি অক্টোবরেই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট উইন্ডিজ। আসন্ন এই সিরিজের সময়সূচি আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবার সেই সূচিতে পরিবর্তন এসেছে।
পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামী ১৮ অক্টোবর মিরপুরে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে এই সিরিজ। এর আগে, ১৫ অক্টোবর ঢাকায় আসবে ক্যারিবিয়ানরা।
একই ভেন্যুতে ওয়ানডে সিরিজের বাকি দুটি ম্যাচ ২১ ও ২৩ অক্টোবর গড়াবে। এর আগে ২০ অক্টোবর দ্বিতীয় ওয়ানডে হওয়ার কথা ছিল।
অন্যদিকে ২৭ ও ২৯ এবং ৩১ অক্টোবর গড়াবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। সবগুলো ম্যাচই চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এর আগে, ২৬ অক্টোবর প্রথম এবং ২৮ অক্টোবর দ্বিতীয় টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল।
উল্লেখ্য, সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে ভিন্নধরনের অভিজ্ঞতা হয় বাংলাদেশের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ক্যারিবীয়দের নিজ মাঠে হোয়াইটওয়াশ করে টাইগাররা। তবে ওয়ানডে সিরিজে উল্টো চিত্র, বাংলাদেশই হোয়াইটওয়াশ হওয়ার গল্প লিখেছিল। এছাড়া দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিল।