আজ এশিয়া কাপের ফাইনাল
ভারত ও পাকিস্তানের অধিনায়ক © ফাইল ছবি
ভারতের বিপক্ষে শেষ ৮ ম্যাচের ৭টিতেই হেরেছে পাকিস্তান। তিন বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবাইতে শেষবারের মতো ম্যাচ জিতেছিল তারা। ২০২৩ সালে বৃষ্টিতে একটি ম্যাচ ভেসে যায়। ফল হয়েছে—এমন টানা ৬ ম্যাচে হেরেছে পাকিস্তান। দুই দলের ৭৪ বছরের দ্বৈরথের ইতিহাসে টানা এত ম্যাচ হারেনি কোনো দল।
খেলা রং হারিয়েছে অনেক দিন ধরেই। মাঠের লড়াইটা আর নেই আগের মতো। বাইরের নানা ঘটনাপ্রবাহেই যা উত্তেজনা, ম্যাচগুলো হয় একপেশে। ভারত-পাকিস্তানের মধ্যে দ্বৈরথটা যে আগের মতো নেই, তা টের পাওয়া যাচ্ছিল চলমান এশিয়া কাপে। গ্রুপ পর্ব ও সুপার ফোরের ম্যাচে দুবার মুখোমুখিতেই হেরেছে পাকিস্তান।
এই সমীকরণকে সামনে রেখে এশিয়া কাপের ফাইনালে আজ রবিবার ফের মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। এবারও কী ভারতের আরেকটি একপেশে জয়? নাকি পাকিস্তানের অঘটন! এজন্য অপেক্ষা করতে হবে খেলা শেষ হওয়া পর্যন্ত। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাইয়ে শুরু হবে খেলাটি।
আরও পড়ুন: বিশ্ব ক্রিকেটে বড় অঘটন ঘটাল নেপাল, হারাল দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে
এদিকে ফাইনালের আগে দুশ্চিন্তায় রয়েছে ভারত। চোটে পড়েছেন ভারতের দুই তারকা অভিষেক শর্মা ও হার্দিক পান্ডিয়া। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচে চোট পান দুজন।
শনিবার সুপার ওভারে জয়ের পর ভারতের বোলিং কোচ মরনে মরকেল কথা বলেন এ নিয়ে, ‘দুজনেই ক্র্যাম্পে ভুগছিলেন। হার্দিককে আমরা আজ রাতেই পরীক্ষা করব, তারপর সকালে সিদ্ধান্ত নেব। দুজনের সমস্যা শুধু ক্র্যাম্প ছিল। অভিষেক এখন ঠিক আছে।’
কোচের কথায়ই স্পষ্ট, অভিষেকের খেলা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে পান্ডিয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ভারতের টিম ম্যানেজমেন্ট।