তামিম-বুলবুলসহ বিসিবির মনোনয়ন ফরম নিলেন ৬০ জন
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৭ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৮ PM
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। তবে এর আগে চলছে মনোনয়ন ফরম বিতরণের কাজ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালক পদে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম গ্রহণ করেন প্রার্থীরা। সারা দিনে তিন ক্যাটাগরি থেকে নির্বাচনের জন্য আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবালসহ ৬০ জন মনোনয়ন ফরম নিয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ক্যাটাগরি-১ (জেলা-বিভাগ) থেকে ২৫ জন মনোনয়ন নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩ জন, চট্টগ্রামে ৫ জন, খুলনায় ৩ জন, রাজশাহীতে ৪ জন, সিলেটে ৩ জন, রংপুরে ৬ জন এবং বরিশাল ১ জন।
অন্যদিকে ক্যাটাগরি-২ (ক্লাব) থেকে ৩২ জন মনোনয়ন নিয়েছেন। এ ছাড়া ক্যাটাগরি-৩ থেকে ৩ জন মনোনয়ন নিয়েছেন।
প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন বর্তমান পরিচালক ইফতেখার রহমান মিঠু। অন্যদিকে সাবেক উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলট সি ক্যাটাগরি থেকে মনোনয়ন ফর্ম নিয়েছেন।
এদিকে পরিচালক পদে নির্বাচনের জন্য মনোনয়ন কিনেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও। তিনি ক্লাব ক্যাটাগরির মনোনয়ন কিনেছেন।
এছাড়া আমিনুল ইসলাম বুলবুল নিয়েছেন ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে। সাবেক সভাপতি ফারুক আহমেদও মনোনয়ন নিয়েছেন। তবে, কারা মনোনয়ন নিয়েছেন আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করেনি নির্বাচন কমিশন।
এর আগে, ৪ অক্টোবর নির্বাচন হওয়ার কথা থাকলেও সেটি দুদিন পিছিয়ে দেওয়া হয়। দু’বার সংশোধনের পর কাউন্সিলর মনোনয়নের সময়সীমা ২২ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিল। তবে এ নিয়েও নানান জটিলতা সামনে নিয়ে এসেছিল দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। ফলে ২৩ সেপ্টেম্বর ফের বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচন ২০২৫-এর সংশোধিত নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।
হালনাগাদ তফসিল অনুসারে, ২৬ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর মনোনয়ন ফরম বিতরণ করা হয় এবং ২৮ সেপ্টেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। যাচাই-বাছাই এবং প্রাথমিক তালিকা ২৯ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। ১ অক্টোবর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। ওই দিন বেলা ২টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
আগামী ৬ অক্টোবর রাজধানীর একটি বড় হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিন সন্ধ্যা ৬টার ফলাফল ঘোষণা করা হবে। সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। রাত মোট ২৫ জন বিসিবি বোর্ড পরিচালক নির্বাচিত হবেন। এর মধ্যে আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাউন্সিলরশিপ ক্যাটাগরি থেকে ১০ জন, ঢাকা মেট্রোপলিস ক্লাব প্রতিনিধি ক্যাটাগরি থেকে ১২ জন এবং ‘অন্যান্য’ ক্যাটাগরি থেকে একজন নির্বাচিত হবেন। বাকি দুই পরিচালককে মনোনীত করবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
সভাপতি পদের জন্য আগ্রহী ব্যক্তিকে প্রথমে বিসিবি পরিচালক নির্বাচিত হতে হবে। বিসিবি পরিচালকরা সভাপতি নির্বাচনের জন্য তাদের ভোট দেবেন।