লিটনকে নিয়ে শঙ্কা, ভারতের বিপক্ষে অধিনায়ক হবেন কে?

লিটন দাস
লিটন দাস  © সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচ। ম্যান ইন ব্লুদের জন্য তুলনামূলক কম চ্যালেঞ্জিং ম্যাচটি। কেননা, শক্তিমত্তায় বেশ এগিয়ে টিম ইন্ডিয়া। হেড টু হেডেও ভারতের ধারেকাছে নেই বাংলাদেশ। ভারতের ১৬ জয়ের বিপরীতে কেবল একবার জয় পেয়েছে টাইগাররা।

এরপরও আজকের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচে জয়ী দলের ফাইনালে উঠার সমীকরণ অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। তবে এমন ম্যাচের আগে বেশ অস্বস্তিতে লাল-সবুজ শিবির। কেননা, টাইগার অধিনায়ক লিটন দাসের খেলা নিয়েই শঙ্কা জেগেছে।

গেল সোমবার অনুশীলনে চোট পেয়েছিলেন লিটন। ব্যাটিং অনুশীলনের সময় পাঁজরে চোট পেয়েছিলেন উইকেটকিপার এই ব্যাটার। পরে অবশ্য তাকে আর ব্যাটিংয়ে দেখা যায়নি। এ সময় ফিজিও বায়েজীদুল ইসলাম ও প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে মাঠেই তার শুশ্রূষা করতে দেখা যায়। পরে বেঞ্চে বসেই দলের অনুশীলন দেখেন লিটন। সে সময়ে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছিল, লিটনের চোট গুরুতর নয়। 

এদিকে ম্যাচ ডেতে টিম ম্যানেজমেন্ট সূত্র জানিয়েছে, অনেকটাই স্বাভাবিক আছেন। তবে টাইগার দলপতি আজ ভারতের বিপক্ষে ম্যাচ খেলবেন কি না, সে প্রসঙ্গে কেউই কথা বলতে রাজি নন। সূত্র বলছে, শেষ সময় পর্যন্ত লিটনের জন্য অপেক্ষা করতে চায় বাংলাদেশ।

শেষমেশ যদি লিটনকে না পাওয়া যায়, তবে অধিনায়কের গুরুদায়িত্ব কে পালন করবেন, তা নিয়েও নানান প্রশ্ন জেগেছে। সেক্ষেত্রে একাদশে জায়গা পেতে পারেন নুরুল হাসান সোহান, তখন তার কাঁধেই উঠতে পারে অধিনায়কের দায়িত্ব। কোনো কারণে সোহান একাদশে জায়গা না পেলে, জাকের আলি অনিককে অধিনায়কের দায়িত্বে দেখা যেতে পারে।

অন্যদিকে ভারতের বিপক্ষে ম্যাচের পর আগামী বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আবার পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। টানা দুই ম্যাচের ধকল কাটাতে মঙ্গলবার কোনো অনুশীলন করেননি লিটন বাহিনী।


সর্বশেষ সংবাদ