পাকিস্তানের জয়ে যেভাবে বদলে গেল পয়েন্ট টেবিল ও সমীকরণ

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৮ PM
পাকিস্তান দল

পাকিস্তান দল © সংগৃহীত

এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচ জিতে কিছুটা এগিয়ে ছিল বাংলাদেশ ও ভারত। অন্যদিকে, পরাজয়ের পর কিছুটা ব্যাকফুটে ছিল শ্রীলঙ্কা ও পাকিস্তান। এরপর টিকে থাকার ম্যাচে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মুখোমুখি হয়েছিল দল দুটি। যেখানে, বাংলাদেশ সুবিধার কথা মাথায় রেখে লঙ্কানদের প্রত্যক্ষ সমর্থন করেছিলেন অনেক টাইগার সমর্থক। কিন্তু ৫ উইকেট ও ১২ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় দ্য গ্রিন ম্যানরা। এতে পুরো সমীকরণ ও পয়েন্ট টেবিলের চিত্রই পাল্টে গেছে।

সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কার সামনে জয় ছাড়া কোনো বিকল্প পথ ছিল না। অবশ্য, প্রথমে ব্যাট করে শুরুতেই বিপর্যয়ে পড়ে লঙ্কানরা, শেষ পর্যন্ত ১৩৩ রানের সাদামাটা সংগ্রহ দাঁড় করায় দলটি। জবাবে পাকিস্তানও শুরুতে চাপে পড়ে। তবে শেষ পর্যন্ত মোহাম্মদ নওয়াজ ও হুসাইন তালাতের ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটি দলকে জয়ের বন্দরে টেনে নেয়।দুই ম্যাচে এক জয়ে সমান ২ পয়েন্ট পেলেও নেট রানরেটে বাংলাদেশকে টপকে গেছে পাকিস্তান। তাদের নেট রানরেট এখন +০.২২৬, যেখানে তিনে নেমে যাওয়া বাংলাদেশের রানরেট +০.১২১। অবশ্য, লিটন দাসদের সামনে এখনো রয়েছে পরিষ্কার সুযোগ। বাকি দুটি ম্যাচে জয় পেলে কোনো জটিল সমীকরণ কষতে হবে না। চতুর্থবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠবে টাইগাররা।

এদিকে, পাকিস্তানকে হারিয়ে টেবিল টপার ভারত। ম্যান ইন ব্লু'দের নেট রানরেট +০.৬৮৯, আর সামনে আরও দুটি ম্যাচ। এতে ফাইনালের পথে বেশ ভালোভাবেই এগিয়ে তারা।অন্যদিকে, গ্রুপ পর্বে পরাজয়ের স্বাদ না পেলেও সুপার ফোরে টানা দুই হারে সবার আগে বিদায়ের প্রহর গুণছে শ্রীলঙ্কা। বাংলাদেশের পর পাকিস্তানের বিপক্ষেও হেরেছে চারিথ আসালাঙ্কার দল। এখন কেবলই ‘যদি-কিন্তু’র সমীকরণে ঝুলছে তাদের সম্ভাবনা। তবে সেটাও টিকে থাকবে কি না, তা ভারতের বিপক্ষে তাদের কঠিন লড়াইয়ের ফলের ওপর নির্ভর করবে।

এই মুহূর্তে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সামনে স্পষ্ট সমীকরণ—ন্যূনতম আরেকটি জয়। যদি তিনটি দলই একটি করে জয় পায়, তাহলে নেট রানরেটের ওপর ফাইনালের হিসাব গড়াবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। তবে বিশ্বচ্যাম্পিয়নদের হারানো যে কষ্টসাধ্য, তা ভালোভাবেই জানে টাইগার শিবির। তবে, আজ হারলেও পুরোপুরি শেষ হয়ে যাবে না সম্ভাবনা। সেক্ষেত্রে, নিজের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পেতেই হবে। অলিখিত সেমিফাইনাল যারা জিতবে, তারাই ফাইনালে পা রাখবে। সবমিলিয়ে এখনো আসরে টিকে আছে শ্রীলঙ্কাও

তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ
  • ১৯ জানুয়ারি ২০২৬
কাল ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
অর্থ আত্মসাতের অভিযোগে জাবির পরিবহন অফিসের কর্মচারী বরখাস্ত…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ফয়জুল করীমের আসনে জামায়াতের প্রার্থী না দেওয়া নিয়ে যা বলছে …
  • ১৮ জানুয়ারি ২০২৬
পুরান ঢাকায় জবির সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৮ জানুয়ারি ২০২৬
আমির হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9