রোমাঞ্চকর বাংলাদেশ-ভারত ম্যাচে আজ একাদশে থাকছেন যারা

 বাংলাদেশ দল
বাংলাদেশ দল  © সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। বুধবার (২৪ সেপ্টেম্বর) ম্যাচটি শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়। বাংলাদেশ ভারত ম্যাচ মানেই টান টান উত্তেজনা।হার না মানসিকতা। ভারত-পাকিস্তান লড়াই এখন অতীত হয়ে গেছে, আর এখন ভারত-বাংলাদেশ ম্যাচটাই হয়ে উঠেছে সবথেকে জমজমাট। যদিও ভারতের বিপক্ষে সর্বশেষ জয়টা বাংলাদেশ পায় ২০১৯ সালে, তারপর থেকে ১৬টি ম্যাচে পরাজিত হয়েছে তারা, কিন্তু এবার এই ইতিহাস পাল্টানোর সুযোগ আসছে। প্রশ্ন উঠছে, আজ কি বাংলাদেশ দল নিজেদের পুরনো ইতিহাস বদলাতে পারবে?

বাংলাদেশ সুপার ফোরে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে পরাস্ত করেছে। সেই ম্যাচে মোস্তাফিজুর রহমান এবং মাহেদি হাসান মিলে আট ওভারে মাত্র ৪৫ রান দিয়ে শিকার করেছিলেন ৫ উইকেট। ধীর উইকেটের কারণে তাদের সাফল্য আরও বাড়ে, যা আজকের ম্যাচে বাংলাদেশের ভরসার বড় একটা অংশ।

বাংলাদেশের তুরুপের তাস অবশ্য মোস্তাফিজুর রহমান। ধীর উইকেটে তার কাট বল এবং ধীর গতির ভ্যারিয়েশন ভারতের ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার পর, মোস্তাফিজের দুর্দান্ত পারফরম্যান্স প্রমাণ করেছে তার সক্ষমতা। ভারতের ব্যাটিং কোচ রায়ান টেন ডেসকাটও মোস্তাফিজের প্রশংসা করেছেন, বলেছেন, ‘’আন্তর্জাতিক ক্রিকেটে তার দীর্ঘ ক্যারিয়ার, এবং আইপিএলেও তার পারফরম্যান্স অসাধারণ। আমরা সব প্রতিপক্ষকেই সম্মান করি, মোস্তাফিজও তার মধ্যে অন্যতম।‘

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
সাইফ হাসান, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকার আলী, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।

 


সর্বশেষ সংবাদ