ভারতকেও হারানো সম্ভব, আত্মবিশ্বাসী কোচ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৫ PM
শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোরে শুভসূচনা করেছে বাংলাদেশ। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে নামবে টাইগাররা। তবে, ম্যান ইন ব্লু'দের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স কেমন হবে, তা নিয়ে সমর্থকদের উৎসাহ আর আলোচনাও ব্যাপক। যদিও প্রধান কোচ আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ভারতকেও হারানো সম্ভব।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ম্যাচ পূরবর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন ফিল সিমন্স। সেখানেই ভারতকে হারানো প্রসঙ্গে নিজেদের সামর্থ্যের কথা জানান তিনি। টাইগার কোচ অবশ্য স্পষ্ট করেই বলেছেন, ভারতকে ভুল করতে বাধ্য করবে টাইগাররা।
তিনি বলেন, 'নিজেদের দিনে যেকোনো দলেরই সামর্থ্য আছে ভারতকে হারানোর। অতীতে ভারত কী করেছে তাতে কিছু যায় আসে না। যেদিন মাঠে নামব সেদিন কেমন করছে আর আমরা কেমন করছি এটাই মূল কথা। আমরা আমাদের সেরাটা খেলার চেষ্টা করব। ভুলগুলো শুধরে ম্যাচ জেতার চেষ্টা করব।'
এদিকে সাম্প্রতিক সময়ে ভিন্নরকম উন্মাদনা তৈরি করছে ভারত-বাংলাদেশ লড়াই। এ নিয়ে সিমন্স বললেন, 'প্রত্যেক ম্যাচেরই হাইপ আছে, বিশেষ করে ভারতের বিপক্ষে ম্যাচ হলে। কারণ, তারা নাম্বার ওয়ান টি-টোয়েন্টি দল। আমরা উপভোগ করব এই ম্যাচ এবং মোমেন্টাম। সেই লক্ষ্য নিয়েই মাঠে নামতে যাচ্ছি, নিজেদের সর্বোচ্চটুকু দিব।'
কাগজে-কলমে বাংলাদেশের চেয়ে যোজন-যোজন এগিয়ে ভারত। পরিসংখ্যান ও সাম্প্রতিক পরিস্থিতিও ম্যান ইন ব্লুদের পক্ষেই কথা বলছে। তবুও শ্রীলঙ্কাকে হারানোর আত্মবিশ্বাস নিয়েই ভারতকে হারাতে চান সিমন্স।
তার ভাষ্যমতে, 'দেখুন বিশ্বাস তো রাখতেই হবে। আমরা বসে এসব নিয়ে নিজেরা কথা বলেছি। আমাদের সবার মধ্যে ওই বিশ্বাসটা আছে যে আমাদের সুযোগ আছে। আমরা যদি ম্যাচের নিয়ন্ত্রণ পাই, তাহলে সেটা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে। আমাদেরকে সুযোগগুলো কাজে লাগাতে হবে। ভারতের বিপক্ষে ম্যাচ জেতার সুযোগ আমাদের আছে।'