এশিয়া কাপে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ভারত–পাকিস্তান

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৮ PM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৯ PM
ভারত-পাকিস্তান ম্যাচ

ভারত-পাকিস্তান ম্যাচ © সংগৃহীত

গত মে মাসে পেহেলগামে বন্দুকধারীদের হামলার জেরে সামরিক সংঘাতে জড়ানোর পর ক্রিকেট মাঠে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। তবে রাজনৈতিক যুদ্ধের স্মৃতি ভুলে মহাদেশীয় লড়াইয়ে মনোযোগ দিতে আগ্রহী দু’দলই।

ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান মানেই যেন অন্য কিছু। স্বাভাবিকভাবেই এই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। মর্যাদার লড়াইয়ে জিততে মরিয়া দুটি দলই। অবশ্য, সুপার ফোরে এক ধাপ এগিয়ে যেতে এই ম্যাচের গুরুত্ব অপরিসীম। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ভারত-পাকিস্তান ম্যাচটি।

আমিরাতকে ৯ উইকেটে হারিয়ে এশিয়া কাপে অভিযান শুরু করেছিল ভারত। অন্যদিকে ওমানকে ৯৩ রানে হারিয়ে পাকিস্তানও বেশ ছন্দেই আছে। তবে মহাদেশীয় মহারণে এটিই সমচেয়ে হাইভোল্টেজ ম্যাচ। স্বাভাবিকভাবেই আলোচনায় এই ম্যাচের একাদশ।

এই ম্যাচে ভারতীয় দলে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। অলরাউন্ডারদের ওপর ভরসা রেখেই অপরিবর্তিত একাদশে মাঠে নামতে পারে গৌতম গম্ভীরের দল। শুভমান গিলের সঙ্গে ইনিংসের গোড়াপত্তনে অভিষেক শর্মাই থাকবেন। তবে মিডল-অর্ডারে সাঞ্জু স্যামসনের ফেরার সম্ভাবনাও প্রবল।

পেস ইউনিটে বুমরাহর সঙ্গে হার্দিক পান্ডিয়া ও শিভম দুবেকে পেস অলরাউন্ডার হিসেবে ভাবা হচ্ছে। এছাড়া স্পিন ত্রয়ী কুলদ্বীপ যাদব, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তীকেই রাখার পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের।

ধারণা করা হচ্ছে, দ্য গ্রিন ম্যানরাও আগের ম্যাচের একাদশ থেকে খুব একটা পরিবর্তন আনবে না। তবে একাদশে ফিরতে পারেন ফাস্ট বোলার হারিস রউফ। স্পিন আক্রমণে আবরার আহমেদ ও সুফিয়ান মুকিমের ওপরই আস্থা রাখতে পারে দলটি। টপ-অর্ডারে সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব ও ফখর জামানই ভরসার নাম।

ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বার্মা, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আলী আগা (অধিনায়ক), হাসান নেওয়াজ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ/হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম ও আবরার আহমেদ।

চিরকুট লিখে ২৩ দিনের শিশুকে হাসপাতালে রেখে পালালেন মা, অতঃপ…
  • ২০ জানুয়ারি ২০২৬
জাইমা রহমান: চমকপ্রদ সূচনার মতোই বহমান হোক আগামীর পথচলা
  • ১৯ জানুয়ারি ২০২৬
যে কারণে স্থগিত রাজশাহী জেলা ও মহানগর এনসিপির কমিটি
  • ১৯ জানুয়ারি ২০২৬
বিমানবন্দর ও আশপাশের এলাকায় হর্ন বাজালে শাস্তিমূলক ব্যবস্থা…
  • ১৯ জানুয়ারি ২০২৬
অনিবন্ধিত বিদেশি ডিগ্রি, জামায়াত প্রার্থী ডা. এসএম খালিদুজ্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
‘আমরা নির্বাচনের মাঠে থাকতে চাই, কমিশন যেন আন্দোলনে নামতে ব…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9