বাবার সঙ্গে কী হয়েছিল নাসুমের, কেন এক কাপড়ে বেরিয়ে গিয়েছিলেন বাড়ি ছেড়ে?

বাবা আক্কাস আলী ও তার ক্রিকেটার ছেলে নাসুম আহমেদ
বাবা আক্কাস আলী ও তার ক্রিকেটার ছেলে নাসুম আহমেদ  © সংগৃহীত

এশিয়া কাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাত সফরে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে এর আগে স্পিনার নাসুম আহমেদের বাবা আক্কাস আলীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের তথ্য ছড়িয়েছে। তিনি অভাবের তাড়নায় সিকিউরিটি গার্ডের চাকরি করছেন বলে তথ্য বেরিয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

বাবা আক্কাস আলী জানিয়েছেন, ক্রিকেটার ছেলে নাসুমের সঙ্গে চার বছরের বেশি সময় ধরে তার যোগাযোগ নেই। বাধ্য হয়ে মাসিক ৮ হাজার টাকার বেতনে একটি আবাসন প্রতিষ্ঠানে নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালন করছেন তিনি। ছেলের একটি কথায় কষ্ঠ পেয়ে তিনি বাড়ি ছেড়েছিলেন বলে জানিয়েছেন। পারিবারিক বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়।

চার বছর আগে কী হয়েছিল, জানতে চাইলে বাবা আক্কাস আলী গণমাধ্যমকে বলেছেন, একদিন খাবার নিয়ে আলোচনার একপর্যায়ে নাসুম রেগে তাকে বলেন, ‘তোমারে কে দিছে জায়গা, কে বলছে থাকতে?’ তারপর এক কাপড়ে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। বৃদ্ধ বয়সে দ্বিতীয় বিয়ে নিয়েও প্রশ্ন উঠলে তা নিয়েও জবাব দিয়েছেন।

‘দ্বিতীয় বিয়া করা কি আমার অপরাধ হইছে’ এমন প্রশ্ন করে নাসুমের বাবা বলেন, ‘আমি তো কেউর সম্মান বাড়ায়ও নাই, কমাইও নাই। কষ্টডা হয়ছে আমি বিগত চার বছর ধইরা বাইরে আছি। তুমি যখন দেখছো বাবা চকিদারি কাজ করতেছে, তুমি দুজন মানুষ নিয়ে আসো নাই কেন। আইসা বলো নাই কেন, বাবা তোমাকে আমি ভরণপোষণ করতেছি, কেন এ চাকরি নিছো? এটা কি আমার অপরাধ?’

আরও পড়ুন: নিজ বাসায় পড়ে ছিল কুবি শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ

আক্কাস আলী জানিয়েছেন, তিনি সিলেট নগরীর একটি হাউজিং এস্টেটে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছেন। সেখানে খুব কষ্ট করে থাকতে হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এত কষ্টের মধ্যেও তার কোনো আক্ষেপ নেই জানিয়ে তিনি বলেছেন, তার ছেলে নাসুম আরও বড় হোক। তিনি নিজের জন্য আলাদা কিছু চান না।

নাসুম কাণ্ডের বিষয়টি সামনে আসার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক বলেছেন, ক্রিকেটারদের ব্যক্তিগত বিষয়ের চেয়ে পারফরম্যান্স নিয়েই আলোচনা হওয়া উচিত, ব্যক্তিগত জীবন নয়। এসব বিষয়ে আরও দায়িত্বশীল হতে হবে।

যদিও এশিয়া কাপের জন্য সফরে যাওয়ার আগে নাসুম আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, বাবাকে মাসে মাসে টাকা দিয়ে দায়িত্ব পালন করছেন তিনি। তিনি বলেছেন, ‘আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি, উনি আমাদের সঙ্গে থাকেন না। মাসে মাসে তাকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিচ্ছি। উনি নিজের মতো করে থাকবেন, আমার তো কিছু করার নেই।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!