আগে টাকার অভাবে খাবার পাননি, এখন হাতে ২৭ কোটি টাকার ঘড়ি—হার্দিক পান্ডিয়ার গল্প ফের আলোচনায়
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ PM
ভারতের জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার উত্থান নিঃসন্দেহে বিস্ময়কর। শৈশবে তার জীবনে ছিল অকল্পনীয় অর্থনৈতিক টানাপোড়েন। আইপিএলে খেলার সুযোগ পাওয়ার আগে তিনি ছিলেন চরম অর্থকষ্টে। মুম্বাই ইন্ডিয়ানস দলে ভেড়ানোর আগ পর্যন্ত পান্ডিয়া ছিলেন লিকলিকে, রোগা-পাতলা; টাকার অভাবে ভালো খাবার জুটত না। টানা তিন বছর ম্যাগি নুডলস খেয়ে কাটাতে হয়েছে তাকে।
তবে এখন চিত্র একেবারে ভিন্ন। বিলাসিতা যেন তার নিত্যসঙ্গী। ফ্যাশনসচেতন এই ক্রিকেটারের ঘড়ির প্রতি দুর্বলতা বরাবরই বিশেষ নজর কেড়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। জানা গেছে, তার হাতে এখন যে ঘড়ি, তার দাম ২৭ কোটি ৬২ লাখ টাকার বেশি।
এর আগেও আলোচনায় এসেছিলেন হার্দিক পান্ডিয়া। চ্যাম্পিয়নস ট্রফিতে প্রায় ১০ কোটি টাকার ঘড়ি পরে তাক লাগিয়েছিলেন ক্রিকেটপ্রেমীদের। এবার এশিয়া কাপকে সামনে রেখে আরও দামি ঘড়ির কারণে আলোচনায় এলেন তিনি।
ইতিমধ্যে ভারতীয় দল এশিয়া কাপের প্রস্তুতি শুরু করেছে। অনুশীলনের সময় আরএম ২৭-০৪ মডেলের বিরল ঘড়ি পরে হাজির হন পান্ডিয়া। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এ ঘড়ির দাম ২০ কোটি রুপির বেশি, যা বাংলাদেশি মুদ্রায় ২৭ কোটি ৬২ লাখ টাকার সমান।
মজার ব্যাপার হলো, পান্ডিয়ার এই একটি ঘড়ির দাম পুরো এশিয়া কাপের প্রাইজমানির চেয়েও বেশি। সংবাদমাধ্যমের তথ্যমতে, চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টাকা এবং রানার্সআপ পাবে ১ কোটি ৮০ লাখ টাকা।
হার্দিকের আরেক ভাই ক্রুনাল পান্ডিয়াও ক্রিকেটার। গুজরাট থেকে উঠে আসা হার্দিক ও ক্রুনাল ২০১৫ সালে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে প্রথমবার আইপিএল খেলতে নামেন। পরবর্তী সময়ে ভারত জাতীয় ক্রিকেট দলেও জায়গা করে নেন দুজনে। ক্রুনাল এই মুহূর্তে জাতীয় দলের আশপাশে না থাকলেও আইপিএলে খেলছেন নিয়মিত, আর হার্দিক মুম্বাইকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ভারতের সাদা বল ক্রিকেটে প্রধান খেলোয়াড়দের একজন।
মুম্বাই ইন্ডিয়ানসের মালিক নীতা আম্বানি কীভাবে দল তৈরি করা হয়, সেই প্রসঙ্গ তুলে ধরে বোস্টনের অনুষ্ঠানে বলেন, ‘আইপিএলে আমাদের নির্দিষ্ট একটি বাজেটের মধ্যে দল বানাতে হয়। যে কারণে আমাদের প্রতিভাবান খেলোয়াড় পাওয়া নতুন নতুন উপায় বের করতে হয়। আমার মনে পড়ে, প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে আমি রঞ্জি ট্রফির সব ম্যাচ দেখতে যেতাম। আমার দলের স্কাউটরা ঘরোয়া ক্রিকেট দেখতে যেত। একদিন আমাদের স্কাউটরা ক্যাম্পে দুটো রোগা-পাতলা, লিকলিকে শরীরের ছেলে নিয়ে এল।’
ওই দুই ছেলে ছিল দুই ভাই হার্দিক ও ক্রুনাল। দুজনের ওই সময়ের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে নীতা আম্বানি বলেন, ‘আমি তাদের সঙ্গে কথা বললাম। তারা বলল তিন বছর ধরে ম্যাগি নুডলস ছাড়া কিছুই খায়নি। তাদের টাকা ছিল না। কিন্তু আমি তাদের মধ্যে বড় হওয়ার তাড়না ও ক্ষুধা দেখলাম। সেই দুই ভাই ছিল হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়া। ২০১৫ সালে হার্দিককে আমরা নিলাম থেকে ১০ হাজার ডলারে কিনলাম। আজ সে আমাদের মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক।’
২০১৭ সালে টাইমস অব ইন্ডিয়ার ‘অবশেষে স্বপ্নের ঘর তৈরি পান্ডিয়া ভাইদের’ শিরোনামের প্রতিবেদনের তথ্যমতে, পান্ডিয়াদের পরিবার ২০ বছর আগে সুরাট থেকে বরোদায় গিয়ে বসবাস শুরু করেন। দুই ভাই ক্রিকেটে সাফল্য পেয়ে ফ্ল্যাট কেনার আগে ভাড়া বাসায় থাকত পরিবার। তাদের বাবা হিমাংশু পান্ডিয়া ছিলেন ঋণদাতা এক আর্থিক প্রতিষ্ঠানের এজেন্ট।