এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের

বাংলাদেশ দল
বাংলাদেশ দল   © সংগৃহীত

মহাদেশীয় সর্বোচ্চ প্রতিযোগিতা এশিয়া কাপে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম বহর। প্রতিটি বড় টুর্নামেন্টে পাড়ি জমানোর আগে আকাশসমান স্বপ্ন বুনেন দেশের ক্রিকেটাররা, এবারও তার ব্যতিক্রম হয়নি। সেই ধারাবাহিকতায় এশিয়া কাপকে সামনে রেখে উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলি অনিকও জানালেন, তাদের মূল লক্ষ্য শিরোপা জয়।

রবিবার (৭ সেপ্টেম্বর) দেশ ছাড়ার আগে বিমানবন্দরে জাকের বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছি। প্রস্তুতিটা খুব ভালো হয়েছে। দলের সবাই ইতিবাচক মানসিকতা নিয়ে আছে, যা ফলাফলে প্রভাব ফেলবে।’

জাকেরের মতে, ‘প্রত্যেকটা ম্যাচ স্টেপ বাই স্টেপ ভালো করার চেষ্টা থাকবে। এজন্য ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা মনেপ্রাণে বিশ্বাস করি যে চ্যাম্পিয়ন হতে পারি। সেই মাইন্ডসেট নিয়েই যাচ্ছি।’

পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের প্রশংসায় এই হার্ডহিটার ব্যাটার বলেন, ‘জুলিয়ান আমাদের নিয়ে খুব ভালো কাজ করেছে। স্কিলগুলা খুব কাজে দেবে আশা করি। যে টেকনিকগুলা শিখিয়েছে কিংবা যে নতুন কিছু নিয়ে আসছে, যে ব্যাট ও এই সুইংগুলো অবশ্যই কাজে লাগবে। সবমিলিয়ে ভালো সময় পার করেছি আমরা।’

উল্লেখ্য, এশিয়ার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। আর ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ফাইনাল। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে এবার টি-টোয়েন্টি ফরম্যাটে গড়াবে ৮ জাতির এই টুর্নামেন্ট। আসরে ১৯টি ম্যাচের মধ্যে ১১টি দুবাইয়ে, আর ৮টি ম্যাচ আবুধাবিতে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচের ভেন্যু আবুধাবি, এছাড়া জমকালো ফাইনালের মঞ্চ দুবাই।

এবারের আসরে দুটি গ্রুপে ভাগ হয়ে আটটি দল অংশ নিচ্ছে, গেলবারের তুলনায় দুটি দল বেড়েছে। গ্রুপ ‘এ’তে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও ওমান রয়েছে। এছাড়া ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।


সর্বশেষ সংবাদ