এশিয়া কাপ

সমালোচনার জবাব নয়, সেরাটাই দিতে চায় বাংলাদেশ

এশিয়া কাপ খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের ১৩ সদস্য
এশিয়া কাপ খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের ১৩ সদস্য  © টিডিসি ফটো

এশিয়া কাপ খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম বহর। এতে সবমিলিয়ে ১৩ জন সদস্য ছিলেন। এর মধ্যে উইকেটকিপার ব্যাটার জাকের আলি অনিকও আছেন। দেশ ছাড়ার আগে তার মন্তব্য, দলের প্রস্তুতি খুবই ভালো হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জাকের বলেন, ‘ড্রেসিংরুমের অবস্থা সবসময়ই ভালো ছিল। সবমিলিয়ে আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ডস সিরিজ। আমরা এশিয়া কাপে ভালো কিছু আশা করছি।’

অবশ্য হার্ডহিটার এ ব্যাটারের দাবি, বড় টুর্নামেন্টে সব ম্যাচেই চাপ সামলাতে হয় এবং একই গুরুত্ব দিয়ে দেখা উচিত। তার ভাষ্য, ‘ঠিক এভাবেই খেলতে হবে। বড় টুর্নামেন্ট বা সিরিজ সবই একই মাইন্ডসেটে খেলতে হবে। আমরা দল হিসেবে সবগুলো ম্যাচই এভাবে খেলতে চাই। আলাদা কিছু নেই, আমরা শুধু আমাদের বেসিকে ফোকাস করে খেলতে চাই।’

এ ফরম্যাটে এখনো সেভাবে ধারাবাহিকতা দেখাতে পারেনি বাংলাদেশ। এ নিয়ে প্রায়ই সমালোচনার তীরে বিদ্ধ হতে হয় লিটন বাহিনীকে। তবে সমালোচনার জবাব নয়, বরং নিজেদের সেরাটা দিয়েই খেলার প্রত্যাশা উইকেটকিপার এই ব্যাটারের। 

আরও পড়ুন: বিসিবি নির্বাচন: বুলবুলের পদত্যাগ চাইলেন তামিম

জাকের আলি বললেন, ‘কাউকে জবাব দেওয়ার কিছু নেই। আমরা আমাদের ক্রিকেট খেলব। আমরা আমাদের সেরাটা দিয়ে খেলব।’

উল্লেখ্য, এশিয়ার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। আর ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ফাইনাল। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে এবার টি-টোয়েন্টি ফরম্যাটে গড়াবে ৮ জাতির এই টুর্নামেন্ট। আসরে ১৯টি ম্যাচের মধ্যে ১১টি দুবাইয়ে, আর ৮টি ম্যাচ আবুধাবিতে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচের ভেন্যু আবুধাবি, এছাড়া জমকালো ফাইনালের মঞ্চ দুবাই।

এবারের আসরে দুটি গ্রুপে ভাগ হয়ে আটটি দল অংশ নিচ্ছে, গেলবারের তুলনায় দুটি দল বেড়েছে। গ্রুপ ‘এ’তে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও ওমান রয়েছে। এছাড়া ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence