ডাচদের হোয়াইটওয়াশে যে একাদশ নামাতে পারে বাংলাদেশ
- ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে
- প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৫ PM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৫ PM
ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে একপ্রকার দাপুটে ক্রিকেট খেলেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এবার লক্ষ্য, শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ। সিরিজের প্রথম দুই ম্যাচেই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতেই।
এদিকে, ঘরের মাঠে এশিয়া কাপের প্রস্তুতিও সারছে বাংলাদেশ। যদিও নেদারল্যান্ডসের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ না পাওয়াটা কিছুটা প্রশ্ন তুলছে প্রস্তুতির মান নিয়ে, তবে মাঠে পারফরম্যান্সে কোনো ছাড় দিচ্ছে না টাইগাররা।
প্রথম দুই ম্যাচেই আগে বোলিং করে প্রতিপক্ষকে কম রানে আটকে দেওয়ার কৌশলে সফল বাংলাদেশ। সিরিজ ইতোমধ্যেই নিশ্চিত হওয়ায় তৃতীয় ম্যাচে একাদশে কিছু রদবদলের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন পর স্কোয়াডে ফেরা উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান এই ম্যাচে একাদশে জায়গা পেতে পারেন। তার বদলে বাদ পড়তে পারেন তাওহিদ হৃদয় বা জাকের আলী অনিক।
তাছাড়া, প্রথম দুই ম্যাচে না খেলা শামীম হোসেন পাটোয়ারীকেও দেখা যেতে পারে মাঠে। পেস বিভাগেও ঘুরেফিরে খেলানোর চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। মুস্তাফিজুর রহমান বা তাসকিন আহমেদের কাউকে বিশ্রাম দিয়ে মোহাম্মদ সাইফউদ্দিনকে মাঠে দেখা যেতে পারে।
টস জিতলে এবার আগে ব্যাট করতে পারে বাংলাদেশ। কারণ, রান ডিফেন্ড করার অভ্যাসটা গড়ে তুলতে চায় দল, বিশেষ করে শিশিরের প্রভাব মাথায় রেখেই। এশিয়া কাপে আবুধাবির কন্ডিশনেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে।
সবমিলিয়ে সিরিজ জিতে স্বস্তিতে থাকা বাংলাদেশের সামনে এখন সুযোগ দারুণ এক হোয়াইটওয়াশ নিশ্চিত করার। অন্যদিকে, নেদারল্যান্ডস চাইবে অন্তত শেষ ম্যাচটি জিতে সম্মান রক্ষা করতে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে ম্যাচটি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়/নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক/শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ/মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান।
নেদারল্যান্ডসের সম্ভাব্য একাদশ: ম্যাক্স ও’দোদ, বিক্রমজিত সিং, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), শারিজ আহমেদ, নোয়াহ ক্রোস, সিকান্দার জুলফিকার, কাইল ক্লেইন, আরিয়ান দাত, পল ভ্যান মিকেরেন, ড্যানিয়েল ডোরাম।