সাকিবকে ছাড়িয়ে নতুন রেকর্ড লিটনের
- সিলেট থেকে ক্রীড়া প্রতিবেদক
- প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫০ PM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ PM
ড্যানিয়েল ডোরামের বলে ছক্কা হাঁকিয়ে অর্ধশতকের মাইলফলক স্পর্শ করেন লিটন দাস। আর সেই সঙ্গে গড়ে ফেলেন নতুন এক রেকর্ড, আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এখন সবচেয়ে বেশি ফিফটির মালিক টাইগার দলপতি। এই ফিফটিতে লিটনের মোট হাফ-সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ১৪টি, যা একটি নতুন মাইলফলক। এতদিন এই রেকর্ড ছিল সাকিব আল হাসানের দখলে, সাবেক এই অধিনায়কের ফিফটির সংখ্যা ১৩টি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮৯ রান। ৩২ বলে ৫৪ রানে অপরাজিত লিটন। অন্যপ্রান্তে ৭ বলে ১০ রানে তাকে সঙ্গ দিচ্ছেন শামীম পাটোয়ারী।
এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন দুই ওপেনার লিটন ও সাইফ। অবশ্য প্রথম ওভারে ‘জীবন’ পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি সাইফ। চতুর্থ ওভারে কাইল ক্লাইনের প্রথম বলেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন। ২ চারে ৮ বলে ১২ রান করেন সাইফ।
এরপর ব্যাটিংয়ে নেমে মোটেই আত্মবিশ্বাস মনোভাবে ছিলেন না তাওহীদ হৃদয়। একাধিকবার বড় শট খেলার চেষ্টা করলেও ব্যাটে–বলে হয়ে উঠছিল না তার। শেষমেশ বড় শট খেলতে গিয়ে থামে তার মন্থর ইনিংস। প্রিঙ্গলের বলে বিক্রমজিৎ সিংকে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয় (৯)।