অক্টোবরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, সিলেটেই টি-টোয়েন্টি সিরিজ!
- ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে
- প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৫ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৩ PM
আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি মঞ্চ হিসেবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। ডাচদের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিতে এরই মধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা। একই ভেন্যুতে আজ (১ সেপ্টেম্বর) দ্বিতীয়টিতে মাঠে নামছে লাল-সবুজেরা।
অবশ্য, ঘরের মাঠে এই সিরিজ শেষেই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবে লিটন দাসের দল। এরপর সেখানে আফগানিস্তানের সঙ্গে সিরিজও খেলবে বাংলাদেশ।
এদিকে আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) অনুযায়ী, আগামী অক্টোবরেই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। যদিও সফরের নির্দিষ্ট দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তবে বিসিবি সূত্র বলছে, আগামী ১৫ অক্টোবর ঢাকায় পা রাখবে ক্যারিবীয় দল। প্রায় ১৭ দিনের এই সফরে স্বাগতিকদের সঙ্গে সমান তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ২ নভেম্বর দেশে ফেরার কথা ওয়েস্ট ইন্ডিজ দলের।
বিসিবির সূত্র বলছে, টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ক্যারিবীয়দের এই সফর শুরু হবে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সবকটি টি-টোয়েন্টি ম্যাচই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে। অন্যদিকে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৫০ ওভারের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটে অনুষ্ঠাতব্য বিসিবির বোর্ড মিটিংয়ে সফর সূচি চূড়ান্ত হতে পারে।
এদিকে এই সিরিজের পরও খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছে না তাসকিন-লিটনরা। আগামী ৭ নভেম্বর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসছে আয়ারল্যান্ড। সেসময় আইরিশদের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি অর্থাৎ তিন ফরম্যাটেই মাঠে নামবে টাইগাররা। কিন্তু এই সফরের ভেন্যু নিয়ে নিশ্চিত করে কিছুই বলতে পারেননি বিসিবির সেই সূত্র। তবে ধারণা করা হচ্ছে, সিলেটেই টি-টোয়েন্টি সিরিজ আয়োজিত হবে।