যেখানে সাকিবের পাশে নেই আর কেউ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০২:১২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০৫:৪৩ PM
সাকিব আল হাসান মানেই নতুন নতুন মাইলফলক। ব্যাট-বলে অনবদ্য পারফরম্যান্সে অসংখ্য ইতিহাস-রেকর্ডের মালিক তিনি। এবার টি–টোয়েন্টি ক্রিকেটে এক অনন্য অধ্যায় লিখলেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে রোববার স্বপ্নের মত এক রাত কাটিয়েছেন তিনি। হয়েছেন ম্যাচসেরা, ছুঁয়েছেন ৫০০ উইকেটের মাইলফলক, গড়েছেন ইতিহাস।
টি-টোয়েন্টি ইতিহাসের পঞ্চম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব। সেই সঙ্গে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের ‘ডাবল’ রেকর্ড গড়েন সাবেক এই টাইগার দলপতি।
এদিন ২ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১১ রান খরচায় ৩ উইকেট নেন সাকিব। এছাড়া রান তাড়ায় ১৮ বলে ১ চার আর ২ ছক্কায় ২৫ রানের ইনিংসও খেলেন। এমন পারফরম্যান্সে সহজ জয় পেয়েছে তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।
ম্যাচসেরার পুরস্কারও সাকিবের হাতে ওঠে। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪৪তম ম্যাচসেরার স্বীকৃতি। এতে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলকে স্পর্শ করেছেন তিনি। ৪৫৭ ম্যাচে ৪৪তম বার ম্যাচসেরা হয়েছেন সাকিব। সবমিলিয়ে চারজন সাকিবের ওপরে রয়েছেন।
ম্যাচসেরার পুরস্কারও সাকিবের হাতে ওঠে। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪৪তম ম্যাচসেরার স্বীকৃতি। এতে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলকে স্পর্শ করেছেন তিনি। ৪৫৭ ম্যাচে ৪৪তম বার ম্যাচসেরা হয়েছেন সাকিব। তবে অনেক বেশি ৫৬৪ ম্যাচ লেগেছে রাসেলের। সবমিলিয়ে চারজন সাকিবের ওপরে রয়েছেন।
এক নম্বরে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ৪৬৩ ম্যাচে ৬০ বার ম্যাচসেরা হয়েছেন সাবেক এই ওপেনার। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল তার চেয়ে বেশ পিছিয়ে। ৪৮৬ ম্যাচে ৪৮ বার সেরা হয়েছেন তিনি। ৭১০ টি-টোয়েন্টিতে ৪৭ বার ম্যাচসেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। আর ৫০৬ ম্যাচে ৪৪ বার সেরা ইংল্যান্ডের অ্যালেক্স হেলস।
এদিকে এর আগে, চার জন বোলার (রশিদ খান ৬৬০, ডোয়াইন ব্রাভো ৬৩১, সুনিল নারাইন ৫৯০ ও ইমরান তাহির ৫৫৪) ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। তবে কেউই ৭ হাজার রান স্পর্শ করতে পারেননি। কেবল সাকিবই বিরল এই ক্লাবের একমাত্র সদস্য।
৭ হাজার ৫৭৪ রানের পাশাপাশি ৫০২ উইকেট সাকিবের ঝুলিতে। ডোয়াইন ব্রাভো সাকিবের সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন, তবে ৬৩১ উইকেট ও ৬ হাজার ৯৭০ রান নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন। আন্দ্রে রাসেলও কাছাকাছিই ছিলেন, তার সংগ্রহে ৯ হাজার ৩৬১ রান ও ৪৮৭ উইকেট।
এমন সব অর্জনের পর ইনিংস বিরতিতে ব্রডকাস্টারে দেওয়া সাক্ষাৎকারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান সাকিব। তিনি বলেন, ‘এই অর্জনের পেছনে অনেক কঠোর পরিশ্রম রয়েছে। মাইলফলক স্পর্শ করতে পেরে আমি খুব খুশি। অনেক লম্বা ক্যারিয়ার... যা অর্জন করতে পেরেছি, আমি খুশি।’
সাকিবের এমন কীর্তির দিনে মাঠেই ছিল তার পরিবার। তিন সন্তান নিয়ে গ্যালারিতে ছিলেন স্ত্রী শিশির। তাদের নিয়ে সাকিবের ভাবনাটা, ‘যখন বয়স বাড়তে থাকে, তখন পরিবার পাশে থাকলে অনেক স্বস্তি কাজ করে।’