বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ: যে বিষয়গুলো জানা দরকার
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৫ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৯:২৭ PM
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ আগামী রোববার (২০ জুলাই) থেকে শুরু হতে যাচ্ছে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এদিন সন্ধ্যা ৬টায় গড়াবে সিরিজের প্রথম ম্যাচ।
হোম গ্রাউন্ডে প্রায় ৪ বছর পর দ্য গ্রিন ম্যানদের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ। এ সময়ে অনেক কিছুই বদলে গেছে। তবে এই সিরিজের আগে বেশ কিছু বিষয়ে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
দুই দলের পরিসংখ্যান:
মুখোমুখি লড়াই: টি-টোয়েন্টিতে ২২ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে টাইগারদের জয় ৩ ম্যাচে এবং ১৯ ম্যাচে জিতেছে পাকিস্তান।
দ্বিপাক্ষিক সিরিজ: টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ৬টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে এক, দুই ও তিন ম্যাচের সিরিজ ছিল। ৬ সিরিজের পাঁচটিই জিতেছে পাকিস্তান, একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। সেটাও আবার ঘরের মাঠে একমাত্র টি-টোয়েন্টি সিরিজে জয় টাইগারদের। ২০১৫ সালে এক ম্যাচের সিরিজ জিতেছিল টাইগাররা। এছাড়া ঘরের মাঠে পাকিস্তানের কাছে দুটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ।
সর্বোচ্চ দলীয় রান: বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড পাকিস্তানের। ২০০৮ সালে করাচিতে ৫ উইকেটে ২০৩ রান করেছিল পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশের সর্বোচ্চ রান ৬ উইকেটে ১৯৬। এই বছরের জুনেই লাহোরে ওই স্কোর দাঁড় করিয়েছিল টাইগাররা।
সর্বনিম্ন দলীয় রান: দু’দলের মুখোমুখিতে সর্বনিম্ন দলীয় রান বাংলাদেশের। ২০১১ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ১৩৬ রানের টার্গেটে খেলতে নেমে ৯ উইকেটে ৮৫ রান করে ম্যাচ হারে টাইগাররা। অন্যদিকে পাকিস্তানের সর্বনিম্ন রান ১০৯। ২০২১ সালে মিরপুরে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১০৯ রানের টার্গেট স্পর্শ করে জয় পেয়েছিল পাকিস্তান।
রান ও উইকেট বিবেচনায় বড় জয়: টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বড় জয় পাকিস্তানের। ২০০৮ সালে করাচিতে বাংলাদেশকে ১০২ রানে হারিয়েছিল পাকিস্তান। তবে পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত রানের ব্যবধানে জিততে পারেনি বাংলাদেশ। যেই ৩ ম্যাচ জিতেছে, সবগুলোই উইকেট বিবেচনায়। এর মধ্যে বড় জয় ৭ উইকেটে।
ব্যাটারের সবচেয়ে বেশি রান: দুই দলের মুখোমুখি লড়াইয়ে ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান সাকিব আল হাসানের। ১১ ম্যাচে ৪ হাফ-সেঞ্চুরিতে ৩৬০ রান সাকিবের। দ্বিতীয় সর্বোচ্চ রান পাকিস্তানের মোহাম্মদ হাফিজের। ১০ ম্যাচে ২ হাফ-সেঞ্চুরিতে ২৭৭ রান করেছেন হাফিজ।
সর্বোচ্চ ছক্কা: বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি সর্বোচ্চ ছক্কা মেরেছেন। ১০ ম্যাচের ৯ ইনিংসে সর্বোচ্চ ১৩টি ছক্কা মেরেছেন তিনি।
সর্বোচ্চ উইকেট: বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজে সর্বোচ্চ উইকেটের মালিক পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খান। ১০ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন তিনি।
ইনিংসে ৫ উইকেট: বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজে একমাত্র বোলার হিসেবে ইনিংসে ৫ উইকেট শিকার করেন পেসার হাসান আলি। গত ২৮ মে লাহোরে ৩ দশমিক ২ ওভারে ৩০ রান খরচায় ৫ উইকেট নিয়েছিলেন তিনি; যা হাসানের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার।
সবচেয়ে বেশি ক্যাচ: দু’দলের মধ্যে টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি ৬ ক্যাচ নিয়েছেন মোহাম্মদ ওয়াসিম।
উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ডিসমিসাল : বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ডিসমিসালের মালিক পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের। ৯ ম্যাচে ১০ ডিসমিসাল করেছেন রিজওয়ান।
সবচেয়ে বেশি ম্যাচ: বাংলাদেশ-পাকিস্তান সিরিজে সবচেয়ে বেশি ১৫ ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।