বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ: কবে কখন কোথায় খেলা
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৭:৪৮ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৬:৩৬ PM
শ্রীলঙ্কা সফরে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে হতাশার সিরিজ পরাজয় দেখলেও ঘুরে দাঁড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। কলম্বোতে তৃতীয় ও শেষ ম্যাচে ৮ উইকেটে জয়ী হয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে টাইগাররা।
এদিকে লঙ্কা সফর শেষে ইতোমধ্যেই দেশে ফিরেছে টাইগাররা। অবশ্য খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছে না লিটন দাসের দল। একদিন বাদেই ঘরের মাঠে পাকিস্তানকে সঙ্গ দেবে তারা।
রোববার (২০ জুলাই) থেকে মিরপর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। একই ভেন্যুতে ২২ ও ২৪ জুলাই হবে সিরিজের পরের দুই ম্যাচে। ম্যাচগুলো স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে।
এদিকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য শ্রীলঙ্কায় সিরিজ জয়ী দলের ওপরই আস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে একটিও পরিবর্তন আনা হয়নি।
অন্যদিকে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদিদের ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান। নেতৃত্বে আছেন সালমান আলী আগা। ইতোমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল।
এর আগে, মে-জুনে লাহোরে পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে পরাজিত হয়েছিল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সাফল্যের পারদও বেশ ভালো। এ পর্যন্ত খেলা ২২টি টি-টোয়েন্টিতে পাকিস্তান ১৯টিতেই জিতেছে। বিপরীতে বাংলাদেশের জয় কেবল তিন ম্যাচে।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।
পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: সালমান আলী আগা, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা এবং সুফিয়ান মুকিম।