কনকাশন নিয়মে পরিবর্তন, বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে কার্যকর

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ  © সংগৃহীত

আগামী মাসে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার সিরিজ দিয়ে ক্রিকেটের তিন ফরম্যাটেই কনকাশন নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। জুন থেকে টেস্ট ক্রিকেটে এবং জুলাই থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে কনকাশনের নতুন নিয়ম কার্যকর হবে।

কনকাশনের বর্তমান নিয়ম অনুসারে, কোন খেলোয়াড় মাথায় আঘাত পেলে ওই খেলোয়াড়ের জায়গায় ওই রকম খেলোয়াড়কেই নামানো যাবে। অর্থাৎ ব্যাটারের জায়গায় ব্যাটার, বোলারের জায়গায় বোলার এবং উইকেটরক্ষকের জায়গায় উইকেটরক্ষকই।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে ম্যাচ শুরুর আগে একাদশের পাশাপাশি কনকাশন বিকল্প হতে পারে, এমন পাঁচজনের আলাদা তালিকা ম্যাচ রেফারিকে দিতে হবে। সেই তালিকায় একজন ব্যাটার, একজন উইকেটরক্ষক, একজন পেসার, একজন স্পিনার ও একজন অলরাউন্ডার।

বিকল্প তালিকায় না থাকা কোনো খেলোয়াড়কে কনকাশন খেলোয়াড় হিসেবে নেওয়া যাবে না। তবে বিকল্প খেলোয়াড়ও মাথায় আঘাত পান, তাহলে ম্যাচ রেফারি নতুন খেলোয়াড় অনুমোদন দিতে পারবেন।

টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের চতুর্থ চক্র থেকে টেস্টে কনকাশনের নতুন নিয়ম কার্যকর হবে। আগামী ১৭ জুন থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে কনকাশনের নতুন নিয়ম শুরু হবে। ২ জুলাই থেকে ওয়ানডে এবং ১০ জুলাই থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

কনকাশন বদলি নিয়মে পরিবর্তনের পাশাপাশি ওয়ানডে ক্রিকেটে নতুন বল ব্যবহারেও পরিবর্তন এনেছে আইসিসি। নতুন নিয়ম অনুযায়ী, ইনিংসের প্রথম ১ থেকে ৩৪ ওভার পর্যন্ত দুটি নতুন বলে খেলা হবে। তবে ৩৫তম ওভার থেকে ৫০তম ওভার পর্যন্ত ফিল্ডিং দল ওই দুই বলের মধ্যে থেকে একটি বল নির্বাচন করবে। ওই বল দিয়ে বাকি ওভার খেলা হবে।


সর্বশেষ সংবাদ