মোস্তাফিজের নতুন মাইলফলক, ছাড়িয়ে গেলেন অনেক কিংবদন্তিকেও
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৪:৫৮ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৫:৪৫ PM
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের শীর্ষ পাঁচ উইকেটশিকারির তালিকায় জায়গা করে নিয়েছেন বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান। বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে ১ উইকেট শিকার করে (জেফ্রি ভেন্ডারসে) এই মাইলফলকে পৌঁছান তিনি।
এখন পর্যন্ত ১০৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে মোস্তাফিজের উইকেট সংখ্যা ১৩৬। তার উপরে আছেন নিউজিল্যান্ডের ডানহাতি পেসার টিম সাউদি (১৬৪ উইকেট), আফগানিস্তানের স্পিনার রশিদ খান (১৬১ উইকেট), বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান (১৪৯ উইকেট) এবং নিউজিল্যান্ডের আরেক স্পিনার ইশ সোধি (১৪৬ উইকেট)।
শীর্ষ পাঁচে মোস্তাফিজই একমাত্র বাঁ-হাতি পেসার, যা তাকে অনন্য করে তোলে। উইকেট শিকারের তালিকার শীর্ষে থাকা নিউজিল্যান্ডের সাউদি পেসার হলেও তিনি ডানহাতি।
নিউজিল্যান্ডের সাউদি ১২৩ ইনিংস খেলেই ১৬৪ উইকেট পেয়েছেন, রশিদ খান ৯৬ ম্যাচে ১৬১ উইকেট এবং সাকিব ১২৯ ইনিংসে ১৪৯ উইকেট শিকার করেছেন। আর ১৪৬ উইকেট নিতে আরেক নিউজিল্যান্ড স্পিনারকে খেলতে হয়েছে ১২৫ ম্যাচ। অন্যদিকে দ্য ফিজ খেলেছেন কেবল ১০৮ ইনিংস।
এই কীর্তি গড়তে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অনেক নামী ও কিংবদন্তি বোলার—ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), জাসপ্রিত বুমরাহ (ভারত), আদিল রশিদ (ইংল্যান্ড), মিচেল স্টার্ককেও (অস্ট্রেলিয়া) পেছনে ফেলেছেন মোস্তাফিজ। এর কেউ কেউ এখনও খেলছেন, কেউ-বা আবার অবসর নিয়েছেন। তবে তারা কেউই এখন পর্যন্ত কাটারমাস্টারের উইকেটসংখ্যার ধারেকাছেও নেই।