৩০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ 

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ 
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ   © সংগৃহীত

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আগামী ২০ জুলাই শুরু হতে যাচ্ছে। এই সিরিজ উপলক্ষ্যে আজ (১৩ জুলাই) টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে টিকিটের সর্বনিম্ন মূল্য ৩০০ টাকা ধরা হয়েছে।

এই টাকায় ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখা যাবে। আর ইন্টারন্যাশনাল লাউঞ্জে বসে খেলা দেখতে সবচেয়ে বেশি টাকা গুনতে হবে। এক্ষেত্রে ম্যাচ প্রতি ৩ হাজার ৫০০ টাকা খরচ হবে।

মঙ্গলবার (১৫ জুলাই) থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। এবার শতভাগ অনলাইনে টিকিটের ব্যবস্থা রেখেছে বিসিবি। নির্ধারিত ওয়েবসাইট www.gobcbticket.com.bd তে টিকিট পাওয়া যাবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক মাহবুব আনাম। দর্শকরা টিকিট প্রিন্ট করে আনার পাশাপাশি মোবাইলে দেখিয়েও ঢুকতে পারবেন।

একজন সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। ফলে, লাইনে দাঁড়িয়ে টিকিট কেনার ঝামেলায় পরতে হবে না ক্রিকেট-ভক্তদের। এদিকে, জুলাই আন্দোলনের সম্মানে ব্লক-৩৬ এর ১০০টি টিকিট জুলাই আন্দোলনে শহীদ এবং আহতদের ফান্ডে দেবে বিসিবি।

উল্লেখ্য, আগামী ২০, ২২ ও ২৪ জুলাই ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান। আসন্ন এই সিরিজের সবগুলো ম্যাচই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য

ইস্টার্ন গ্যালারি: ৩০০ টাকা

শহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ৪০০ টাকা

নর্দার্ন গ্যালারি: ৪০০ টাকা

ক্লাব হাউস (সাউথ-শহীদ মুশতাক স্ট্যান্ড, আপার ও লোয়ার): ৮০০ টাকা

ক্লাব হাউস (নর্থ-শহীদ জুয়েল স্ট্যান্ড): ৮০০ টাকা

ইন্টারন্যাশনাল গ্যালারি (নর্থ-মিডিয়া ব্লক): ১৫০০ টাকা

ইন্টারন্যাশনাল গ্যালারি (সাউথ-কর্পোরেট ব্লক): ১৫০০ টাকা

গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার ও আপার টিয়ার): ২৫০০ টাকা

ইন্টারন্যাশনাল লাউঞ্জ (সাউথ-কর্পোরেট ব্লক): ৩৫০০ টাকা


সর্বশেষ সংবাদ