বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৬:১৬ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ০৯:৫৬ AM
কদিন আগেই পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে বাংলাদেশ। এবার ফিরতি লেগে বাংলাদেশে আসছে দ্য গ্রিন ম্যানরা। আগামী জুলাইয়ে অনুষ্ঠেয় তিন ম্যাচের এই সিরিজের সূচি আজ (২৫ জুন) প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ১৬ জুলাই ঢাকায় পা রাখবে সফরকারীরা। ২০ জুলাই গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। এছাড়া ২২ এবং ২৪ জুলাই দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে। সবকটি ম্যাচই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ম্যাচগুলো শুরু হবে।
বর্তমানে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট স্বাগতিকদের সঙ্গে ড্র করেছে নাজমুল হোসেন শান্তর দল। আজ (২৫ জুন) থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে মাঠে নেমেছে দল দুটি। এটিই এখন সিরিজ নির্ধারণী ম্যাচে রূপ নিয়েছে। রাজকীয় এই ফরম্যাট শেষে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ।
এদিকে লঙ্কান সফর শেষে বিশ্রামের জন্য বেশি সময় পাবে না লাল-সবুজেরা। যদিও পাকিস্তান সিরিজের স্কোয়াড এখনও ঘোষণা হয়নি। তবে সবমিলিয়ে নিয়মিত মুখগুলোই ঘরের মাঠে প্রতিশোধের মিশনে পাকিস্তানের বিপক্ষে থাকবেন। ফলে, ঢাকায় এসেই অনুশীলনে নেমে পড়বেন তারা। সাম্প্রতিক সফরে তিন ম্যাচ সিরিজে লিটন দাসের দলকে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান।