জোড়া সেঞ্চুরির কীর্তিতে অনন্য শান্ত, ইতিহাসে নতুন গর্ব বাংলাদেশের
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৫:১১ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ১০:৩০ PM
গল টেস্টে প্রথম ইনিংসে ১৪৮ রান করে অধিনায়ক হিসেবে দায়িত্বশীল ব্যাটিংয়ের পরিচয় দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ইনিংসে সেই ধারাবাহিকতা বজায় রেখে করলেন আরেকটি সেঞ্চুরি। আর তাতেই গড়ে ফেললেন একগুচ্ছ রেকর্ড—বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে দুই ইনিংসেই সেঞ্চুরি, দেশের বাইরে প্রথমবারের মতো এই কীর্তি, আর দেশের একমাত্র ব্যাটার হিসেবে দ্বিতীয়বার একই টেস্টে জোড়া শতকের মালিক।
২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ১৭৬ ও দ্বিতীয় ইনিংসে ১২৪ রান করে প্রথমবার এই কীর্তি গড়েছিলেন শান্ত। সেই ঐতিহাসিক রেকর্ড আবারও নিজের নামেই লেখালেন গলে শ্রীলঙ্কার বিপক্ষে।
এর আগে শুধু মুমিনুল হকই বাংলাদেশের হয়ে এক টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন—২০১৮ সালে, চট্টগ্রামে, শ্রীলঙ্কার বিপক্ষেই (১৭৬ ও ১০৫)। তবে শান্ত এবার ছাপিয়ে গেলেন সবকিছু। অধিনায়কত্বের ভার মাথায় নিয়েই দেশের বাইরে এমন নজির গড়েছেন তিনি, যা শুধু ব্যক্তিগত কীর্তি নয়—বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের গৌরবগাথার অংশ হয়ে রইল।
গলের পঞ্চম দিনে লাঞ্চের আগে শান্ত অপরাজিত ছিলেন ৮৯ রানে। বিরতির পর দেখেশুনে খেললেন আরও ২২ বল, তুলে নিলেন ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি। এই শতকে তিনি ছাড়িয়ে গেছেন মোহাম্মদ আশরাফুলকে, এখন টেস্টে বাংলাদেশের হয়ে চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরির মালিক।
একনজরে শান্তর অনন্য কীর্তিগুলো:
✅ প্রথম বাংলাদেশি অধিনায়ক, যিনি টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন
✅ দেশের বাইরে প্রথম, এক টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করা বাংলাদেশি ব্যাটার
✅ দুইবার একই টেস্টে জোড়া সেঞ্চুরির কীর্তি গড়া একমাত্র বাংলাদেশি ব্যাটার
✅ বিশ্ব টেস্ট ইতিহাসে মাত্র ১৫তম ক্রিকেটার, যিনি দুইবার দুই ইনিংসে শতক করলেন
✅ মাত্র ১৬তম অধিনায়ক, যিনি টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এমন মুহূর্ত বিরল। শান্তর ব্যাটে লেখা হলো নতুন ইতিহাস, যেখানে পরিণত নেতৃত্ব আর ধারাবাহিক ব্যাটিংয়ের মেলবন্ধনে ধরা দিল সম্ভাবনার দিগন্ত। শান্ত জানিয়ে দিলেন—বাংলাদেশ শুধু টিকে থাকতে নয়, জয় পেতে এসেছেও।