টি-টোয়েন্টির অধিনায়কত্ব হারিয়ে একাদশেও নেই শান্ত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ মে ২০২৫, ১০:৫৪ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ১২:১০ PM
টি-টোয়েন্টেতে রান নেই লম্বা সময় ধরে তার। তবে অধিনায়কত্বের জোরে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে খেলছিলেন তিনি। শেষ পর্যন্ত ধারাবাহিক ব্যর্থতার পর টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব হারান নাজমুল হোসেন শান্ত। তার জায়গায় নতুন অধিনায়ক হন লিটন দাস। রানে না থাকলেও বাংলাদেশের আগামী দুটি টি-টোয়েন্টি সিরিজের দলে ঠিকই রাখা হয়েছে শান্তকে। তবে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে আজ প্রথম টি-টোয়েন্টিতে একাদশে নেই এই সাবেক অধিনায়ক।
আরও পড়ুন: ছক্কায় ছক্কায় ইমনের সেঞ্চুরি, অনন্য রেকর্ড
পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলতে কিছুদিন আগেই উড়াল দিয়েছিল বাংলাদেশ। আজ শনিবার (১৭ মে) শারজাহতে সিরিজের প্রথম টি-২০তে মুখোমুখি দুই দল। সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১৯১ রান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৪৯ ম্যাচ খেলেছেন শান্ত। ২২.৮৫ গড় ও ১০৮.৩৫ স্ট্রাইক রেটে তিনি করেছেন ৯৬০ রান, অর্ধশতক ৪টি। এই সংস্করণে অবশ্য সর্বশেষ ১৮ ম্যাচে ফিফটির মুখ দেখেননি শান্ত।