বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টি আজ, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী লিটন

ট্রফি হাতে দুই দলের অধিনায়ক
ট্রফি হাতে দুই দলের অধিনায়ক  © সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। আজ শুক্রবার (৩০ মে) সিরিজের দ্বিতীয় ম্যাচ। সিরিজে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে ফিরে আসার ব্যপারে আত্মবিশ্বাসী অধিনায়ক লিটন কুমার দাস। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। 

প্রথম ম্যাচে পরাজয়ের মাধ্যমে টি-টোয়েন্টিতে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ চারটি ম্যাচের সবকটিতেই হারের স্বাদ পেল। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ২০ ম্যাচের ১৭টিতেই পরাজিত হয়েছে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে ৩৭ রানে পরাজয়ের পর তিন ম্যাচের সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। 

আরও পড়ুন: অব্যাহতি পাওয়া বিসিবি সভাপতি ফারুকের দেশত্যাগ নিয়ে যা জানা গেল

মাসের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-১ ব্যবধানের হতাশাজনক সিরিজ পরাজয়ের পর সব ভুল শুধরে ছোট ফর্মেটের এই ক্রিকেটে ফিরে আসার প্রত্যয় নিয়ে পাকিস্তানে খেলতে এসেছে টাইগাররা। কিন্তু তিন বিভাগেই ব্যর্থতার জেড়ে প্রথম ম্যাচেই হোঁচট খেতে হয়েছে সফরকারীদের। প্রথম ম্যাচে শুরুতেই পাকিস্তানকে কিছুটা ধাক্কা দিলেও বাংলাদেশের বোলাররা সেই ছন্দ শেষ পর্যন্ত আর ধরে রাখতে পারেনি। প্রথম ম্যাচে প্রথমে ব্যাটিং থেকে পাকিস্তান ৭ উইকেটে ২০১ রান সংগ্রহ করে। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের ইনিংস ১৯.২ ওভারে ১৬৪ রানে শেষ হয়ে যায়। ব্যাটিং সহায়ক উইকেটে দীর্ঘদিন পর দলে ফেরা পাকিস্তানী পেসার হাসান আলি ক্যারিয়ার সেরা বোলিং করে ৩০ রানে নিয়েছেন ৫ উইকেট। বাংলাদেশের ব্যাটাররা যেভাবে অসহায় আত্মসমর্পণ করেছে তাতে সিরিজে ফিরে আসার ব্যপারে আশা করা কঠিন। যদিও অধিনায়ক লিটন দাস হতাশা ভুলে ফিরে আসার ব্যপারে দৃঢ়প্রতিজ্ঞ। লিটন বলেন, আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তিন বিভাগে আমরা যদি ভালো পারফরম্যান্স করতে পারি, তাহলে অবশ্যই জয়ী হতে পারব। 


সর্বশেষ সংবাদ