বাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি আজ, যেখানে দেখবেন

২৮ মে ২০২৫, ০৮:২৫ AM , আপডেট: ২৯ মে ২০২৫, ০১:০৯ PM
পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ © সংগৃহীত

ফেভারিটের তকমা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সিরিজটি ২-১ ব্যবধানে হেরে যায় টাইগাররা। বিব্রতকর ওই হারের লজ্জা ভুলতে বাংলাদেশ শুরু করতে যাচ্ছে নতুন টি-টোয়েন্টি সিরিজ। আজ বুধবার (২৮ মে) পাকিস্তানের মুখোমুখি হচ্ছে লিটন দাসের দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। 

এ পর্যন্ত সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১৯বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এরমধ্যে পাকিস্তান ১৬টিতে এবং বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৩টিতে। ২০১৬ সাল থেকে পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশের মূল দল।

আরও পড়ুন: যে কারণে ব্রাজিল দল থেকে বাদ পড়লেন নেইমার

২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে এডিলেডে শেষবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তানের মূল দল। শাহিন শাহ আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে পাঁচ উইকেটে ম্যাচ জিতেছিল পাকিস্তান। বাংলাদেশ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে সম্প্রতি শেষ হওয়া পিএসএলে দুর্দান্ত পারফরমেন্স করা পেসার শাহিন আফ্রিদিকে। সুযোগ হয়নি দলের দুই সেরা ব্যাটার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানেরও। পিএসএলে দুর্দান্ত পারফরম্যান্স করা খেলোয়াড়দের নিয়ে বাংলাদেশের বিপক্ষে দল সাজিয়েছে পাকিস্তান।

এদিকে, ইনজুরির কারণে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার মুস্তাফিজুর রহমান ও ব্যাটার সৌম্য সরকার। বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও পেসার সৈয়দ খালেদ আহমেদ। 

যেভাবে দেখা যাবে খেলা

ঘরের মাটিতে জিম্বাবুয়ে সিরিজের সম্প্রচার নিয়ে জটিলতা কম ছিল না। শেষ মুহূর্তে সরকারি টেলিভিশন বিটিভিতে সম্প্রচার করা হয়। এবার পাকিস্তান সিরিজ দেখা যাবে বেসরকারি টেলিভিশন টি স্পোর্টসে। এ ছাড়া ট্যাপম্যাডের মাধ্যমে বাংলাদেশে এই সিরিজ সরাসরি উপভোগ করা যাবে। আয়োজক পাকিস্তানে সিরিজটি দেখা যাবে টেন স্পোর্টস ও এ স্পোর্টসে।

বিশ্বের অন্যান্য অঞ্চলের মধ্যে- আফ্রিকায় সুপার স্পোর্ট, যুক্তরাজ্যে এআরওয়াই ডিজিটাল, মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়ায় ক্রিকবাজ, শ্রীলঙ্কায় ডায়লগ ও উত্তর আমেরিকায় উইলো টিভি সরাসরি সম্প্রচার করবে সিরিজটি। পাকিস্তানে লাইভ স্ট্রিম করা যাবে তামাশা ও ট্যাপম্যাড অ্যাপে।

আজ (১৮ মে) থেকে ১ জুনের মধ্যে সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দুই দলের ২০ ওভারের এই লড়াই শুরু হবে ২৮ মে প্রথম টি-টোয়েন্টি দিয়ে। এরপর ৩০ মে এবং ১ জুন সিরিজের বাকি দুটি ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9