সাকিবকে জাতীয় দলে বিবেচনা করা হবে কিনা, জানাল বিসিবি
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৫:১৩ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ১০:৪৯ PM
গত বছর ভারতের বিপক্ষে সবশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর লাল-সবুজের জার্সিতে তাকে আর দেখা যায়নি। মাঝে হোম অব ক্রিকেট মিরপুরে টেস্ট খেলে অবসর নিতে চাইলেও রাজনৈতিক পটপরিবর্তনে দেশে ফেরা হয়ে ওঠেনি সাকিবের। এরপর বোলিং নিষেধাজ্ঞায় দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন এই অলরাউন্ডার।
সবশেষ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন, শিরোপাও জিতেছেন। তবে দীর্ঘদিন পর মাঠে ফিরেও নিজের স্বভাবসুলভ পারফরম্যান্স দেখাতে পারেনি সাকিব। আর সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারের মাঠে ফেরায় স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠেছে, আবারও কি জাতীয় দলের জার্সিতে ফিরছেন সাকিব!
সোমবার (২৬ মে) রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুর কাছে সাকিবের সঙ্গে বিসিবির চ্যাপ্টার ক্লোজ কি না, সে প্রসঙ্গে জানতে চাওয়া হয়।
জবাবে মিঠু বলেন, 'অবশ্যই নয়। কিন্তু আমাদের যে টিম ম্যানেজমেন্ট এবং টিম সেট আপ আছে প্লাস অ্যাকশন শোধরানোর পর সাকিব তো এটা প্রথম টুর্নামেন্ট খেলল (পিএসএল), সো এটা সামনে দেখার ব্যাপার। কিন্তু একটা বিষয়, সে একজন বিশ্বমানের খেলোয়াড়।'
তিনি আরও বলেন, 'যেকোনো দলের জন্য সে বড় সম্পদ। সুতরাং আমাদের টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টরদের কনসিডারেশনে সে সব সময় থাকে। অ্যাকশন শোধরানোর পর সাকিব তো এই প্রথম দুটো ম্যাচ খেলল। আরও কয়েকটা ম্যাচ খেলুক, তারপর উত্তর দিতে পারব।'