পিএসএলে সেঞ্চুরির পুরস্কার হেয়ার ড্রায়ার, ট্রলের বন্যা 

১৪ এপ্রিল ২০২৫, ০৬:১১ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:১৮ AM
ইংলিশ ব্যাটার জেমস ভিন্স পুরস্কার হিসেবে পান একটি হেয়ার ড্রায়ার

ইংলিশ ব্যাটার জেমস ভিন্স পুরস্কার হিসেবে পান একটি হেয়ার ড্রায়ার © সৌজন্যেপ্রাপ্ত

ক্রিকেট মাঠে খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্সের জন্য নানা ধরনের পুরস্কার দেয়া হয়। কখনও অর্থ, কখনও ট্রফি, আবার কখনও স্পন্সরদের সৌজন্যে বিভিন্ন সামগ্রী পান খেলোয়াড়রা। তবে এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ঘটলো এক অভিনব ঘটনা। দুর্দান্ত সেঞ্চুরি করে নিজ দল করাচি কিংসকে জেতানোর পর ইংলিশ ব্যাটার জেমস ভিন্স পুরস্কার হিসেবে পেলেন একটি হেয়ার ড্রায়ার! আর এই কাণ্ড ঘটিয়েছে তার দল করাচি কিংস।

ঘটনাটি ঘটে শনিবার (১২ এপ্রিল) মুলতান সুলতানস বনাম করাচি কিংসের ম্যাচের পর। প্রথমে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ানের ৬৩ বলে অপরাজিত ১০৫ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে মুলতান সুলতানস ২ উইকেটে ২৩৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। জবাবে ব্যাট করতে নেমে করাচি কিংসের জয়ের নায়ক বনে যান জেমস ভিন্স। মাত্র ৪৩ বল খেলে ১০১ রানের এক টর্নেডো ইনিংস উপহার দেন তিনি, যার সুবাদে ৪ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নেয় করাচি। 

দুর্দান্ত ইনিংস খেলে দলকে জেতানোয় স্বাভাবিকভাবেই ম্যাচসেরা হয়েছিলেন ভিন্স। তবে ম্যাচের পর ড্রেসিংরুমে তাকে দেয়া হয় এক ‘বিশেষ’ পুরস্কার। করাচি কিংসের পক্ষ থেকে ‘রিলায়েবল প্লেয়ার অব দ্য ম্যাচ’-এর খেতাব দেয়া হয় তাকে। পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেয়া হয় একটি হেয়ার ড্রায়ার। করাচি কিংস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এই পুরস্কার দেয়ার একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় দলের সবাই ভিন্সের পারফরম্যান্সের প্রশংসা করছেন এবং তাকে এই অভিনব পুরস্কারটি দেয়া হচ্ছে।

এ ঘটনার ভিডিওটি প্রকাশিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অনেকেই করাচি কিংসের এমন পুরস্কার নির্বাচন নিয়ে বিস্ময়ও প্রকাশ করেছেন। রীতিমতো ট্রলের বন্যাও বয়ে গেছে ওই পোস্টে।

অবশ্য, ক্রিকেট মাঠে এমন অদ্ভুত বা ভিন্নধর্মী পুরস্কার দেয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে বাংলাদেশের ঘরোয়া লিগ খেলতে এসে ম্যাচসেরার পুরস্কার হিসেবে ব্লেন্ডার পেয়েছিলেন ইংলিশ ক্রিকেটার লুক রাইট। এছাড়া কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ক্যারিবিয়ান ব্যাটার শেরফান রাদারফোর্ড পুরস্কার হিসেবে একখণ্ড জমিও জিতেছিলেন। এবার সেই তালিকায় নতুন সংযোজন হলো জেমস ভিন্সের হেয়ার ড্রায়ার প্রাপ্তি।

ট্যাগ: ক্রিকেট
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9