নিখোঁজ মাদ্রাসাছাত্র ফারহান মীর © সংগৃহীত
রাজধানীর তেজগাঁও এলাকা থেকে নিখোঁজের ১৯ দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহান মীরের (১৩)। গত বছরের বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে ফার্মগেটসংলগ্ন তেজগাঁও এলাকা থেকে নিখোঁজ হয়।
এ ঘটনায় নিখোঁজ শিশুটির চাচা কুতুব উদ্দিন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে উল্লেখ করা হয়, ফারহান মীর চাঁদপুর জেলার সদর থানার কল্যানসী গ্রামের বাসিন্দা। সে রাজধানীর তেজগাঁও থানাধীন রহমতে আলম ইসলাম মিশন মাদ্রাসায় পড়াশোনা করত।
জিডি সূত্রে জানা যায়, ২৫ ডিসেম্বর বিকেল আনুমানিক ২টার দিকে ফারহান তেজগাঁও রেলগেট এলাকার ১৭০ পূর্ব তেজতুরি বাজারে অবস্থিত রহমতে আলম ইসলাম মিশন মাদ্রাসা থেকে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে যায়। এরপর থেকে সে আর ফিরে আসেনি। সম্ভাব্য সব জায়গা ও আত্মীয়স্বজনদের কাছে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
জানা গেছে, নিখোঁজের সময় ফারহানের পরনে ছিল হলুদ রঙের পাঞ্জাবি, সাদা রঙের পায়জামা এবং মাথায় সাদা টুপি। তার উচ্চতা আনুমানিক ৩ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা এবং মুখমণ্ডল গোলাকার।
ফারহানের সন্ধান পেলে রহমতে আলম ইসলাম মিশন মাদ্রাসা, ১ নম্বর রেলগেট, তেজগাঁও, ঢাকায় পৌঁছে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে কোনো তথ্য জানা থাকলে ০১৯৯১১১৯০০৯ (মাদ্রাসার নম্বর) অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।