মা মনি নাটক © সৌজন্যে প্রাপ্ত
একজন কর্মজীবী মা ও তার ছোট্ট শিশুকে ঘিরে নির্মিত নাটক (ছোট্ট সিনেমা) ‘মা মনি’–তে তুলে ধরা হয়েছে কর্মক্ষেত্রে নারীদের নানামুখী প্রতিকূলতা এবং সন্তানের প্রতি মায়ের নিখাদ ভালোবাসার গল্প। আবেগঘন এই নাটকটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নাটকটিতে ‘মা’ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী অলংকার চৌধুরী এবং ‘মনি’ চরিত্রে দেখা যাবে মেহজাবীন নুরকে। তাদের অভিনয়ের মাধ্যমে একজন মায়ের সংগ্রাম, দায়িত্ববোধ ও সন্তানের প্রতি অকৃত্রিম ভালোবাসার চিত্র বাস্তবসম্মতভাবে ফুটে উঠেছে।
ছোট্ট সিনেমা ‘মা মনি’-তে রয়েছে দুটি গান। এর মধ্যে ‘দুই নয়নের মনি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ তারকা সানিয়া সুলতানা লিজা এবং ‘জীবন তরী’ গানটি গেয়েছেন নিয়াজ মাখদুম।
নাটকটির গল্প রচনা ও পরিচালনা করেছেন আশরাফ ব্যাকুল। নির্মাতা জানান, সমাজে কর্মজীবী নারীদের বাস্তব জীবনের অভিজ্ঞতা ও মায়ের আবেগকে কেন্দ্র করেই এ নাটকটি নির্মাণ করা হয়েছে।
নাটক (ছোট্ট সিনেমা) ‘মা মনি’ এখন থেকে প্রতি সোমবার দুপুর ২টায় Joy Entertainment (জয় এন্টারটেইনমেন্ট)–এর ইউটিউব চ্যানেলে নিয়মিত দেখা যাবে।