শিবিরের মানবাধিকার প্রতিবেদন

দেশে ৬ মাসে বিভিন্ন সহিংসতায় নিহত ৫৮১, আহত ৬৫৭৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির  © লোগো

২০২৫ সালের জানুয়ারি থেকে জুন—এই ছয় মাসে বিচারবহির্ভূত হত্যা, রাজনৈতিক সহিংসতা, সমাবেশে বাধা প্রদান, নারী-শিশু নির্যাতন, সীমান্ত হত্যা, সংখ্যালঘু নির্যাতন, সাংবাদিক এবং শ্রমিক নিপীড়নের ঘটনায় দেশে মোট ৫৮১ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হন ৬ হাজার ৫৭৫ জন।

আজ শনিবার (১২ জুলাই) প্রকাশিত ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি জানুয়ারি-জুন-২০২৫’ শীর্ষক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মানবাধিকার বিভাগের ষাণ্মাসিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ছয় মাসে দেশে মোট ১৬৯টি বিচারবহির্ভূত হত্যায় নিহত হয়েছেন ৮৮ জন। এর মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ১৩ জন এবং গণপিটুনিতে ৭৫ জন নিহত হন। এছাড়া গণপিটুনিতে আহত হয়েছেন ১৩৪ জন। 

প্রতিবেদনের পরিসংখ্যান অনুযায়ী, বিগত ছয় মাসে দেশে ৬১০টি রাজনৈতিক সহিংসতায় মৃত্যুবরণ করেছেন ৯২ জন। এসব ঘটনায় আহত ৪৫৩৫ এবং গুলিবিদ্ধ হয়েছেন ১২০ জন। এছাড়া, এ সহিংসতার ঘটনায় ৩৩৪৯৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আইন শৃঙ্খলাবাহিনী ও রাজনৈতিক দল কর্তৃক ২৭টি সমাবেশে বাধা প্রদানের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২৪০জন আহত হয়েছেন। ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। 

আরও পড়ুন: ছয় মাসে নারী ও শিশু নির্যাতনে মৃত্যু ৩৪০ জনের, আহত ৬৮৩

প্রতিবেদন বলছে, বিগত ৬ মাসে দেশে নারী নির্যাতন তথা ধর্ষণ, গণ ধর্ষণ, যৌতুকের জন্য নির্যাতন, পারিবারিক সহিংসতা, এসিড নিক্ষেপ ও যৌন হয়রানির ৯৭৭টি ঘটনায় ২০৬ জন নিহত ও ১৪২ জন আহত হয়েছেন। এছাড়া শিশু নির্যাতনের ৬৭৫টি ঘটনায় ১৩৪জন নিহত ও ৫৪১ জন আহত হয়। নারী ও শিশু নির্যাতনের ১৬৫২ ঘটনা মিলিয়ে হিসেব করলে নিহতের সংখ্যা দাঁড়ায় ৩৪০ ও আহতের সংখ্যা ৬৮৩ জনে। 

এছাড়া, ছয় মাসে- সীমান্তে বিএসএফের গুলিতে ১৪জন নিহত, ২১ জন আহত এবং ২৭ জন গ্রেফতার হয়েছেন। সাংবাদিক নির্যাতনের ৩৭৭টি ঘটনায় আহত ১২২ এবং গ্রেফতার হয়েছেন ১০ জন। সংখ্যালঘুদের পরিবার, উপাসনালয় এবং বাড়িঘরে ১৫ টি হামলার ঘটনায় আহত হয়েছেন ২১ জন। শ্রমিক নির্যাতনে ২০৮ ঘটনায় নিহত ৪৭ ও আহত হয়েছেন ৭৩২ জন। এর বাইরে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ মামলায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

 


সর্বশেষ সংবাদ